নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টি–টোয়েন্টি জিতেছে বাংলাদেশ। স্মরণীয় সেই জয়ের পথে রেকর্ড বইয়ের অনেক পাতাই নতুন করে লিখেছে বাংলাদেশ।
নিজেদের ৩৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে এই প্রথম ১ রানের মধ্যে প্রতিপক্ষের প্রথম ৩ উইকেট পেল বাংলাদেশ। বাংলাদেশ এর আগে সর্বনিম্ন ৩ রানে পেয়েছিল প্রতিপক্ষের প্রথম ৩ উইকেট, ২০১৫ বিশ্বকাপে ক্যানবেরায় আফগানিস্তানের বিপক্ষে।
৩৮ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ১ রান তুলতেই প্রথম ৩ উইকেট খোয়াল নিউজিল্যান্ড। এর আগে ১৯৮৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ও ১৯৭৬ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে তাদের এমন অভিজ্ঞতা হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটে ১ বা এর কম রানে প্রথম ৩ উইকেট হারানোর ঘটনা ৩১টি। এর ১২টিতে রানের খাতা খোলার আগেই ৩ উইকেট পড়েছে।