রাসেল ডমিঙ্গোকে নিয়ে কথা বললেন নাজমুল হাসান
রাসেল ডমিঙ্গোকে নিয়ে কথা বললেন নাজমুল হাসান

ডমিঙ্গোর ভবিষ্যৎ নিয়ে নাজমুলের দুই রকম কথা

জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গোর ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল কয়েক দিন ধরেই। সেই গুঞ্জন আরও ডালপালা মেলল তাঁর ভবিষ্যৎ নিয়ে আজ বিসিবি সভাপতি নাজমুল হোসেনের দুই রকম কথায়। ধানমন্ডি ৪ নম্বর মাঠে বিজয় দিবস টি-টোয়েন্টির ফাইনালে পুরস্কার দিতে এসে তিনি একবার বলেছেন, দক্ষিণ আফ্রিকান এই কোচের ওপর তাঁরা সন্তুষ্ট। পরে আবার বলেছেন, জাতীয় দল নিয়ে বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনায় যদি পরিবর্তন প্রয়োজন হয়, তাহলে পরিবর্তন আসবে।

বিসিবি সভাপতি বলেছেন, ‘পারফরম্যান্স যদি দেখেন, তাহলে ডমিঙ্গোর সময় অনেক রেকর্ড হয়েছে। হাথুরুসিংহের সময় আমরা ঘরের মাঠে জেতা শুরু করেছিলাম। ডমিঙ্গোর সময় বাংলাদেশ দেশের বাইরে জেতা শুরু করেছে। আর দেশের মাটিতে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াকেও হারিয়েছে দল। ফলাফল চিন্তা করলে তো তাঁর পাল্লাটা ভারী। আমরা তাঁর পারফরম্যান্সে খুশি।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান

কিন্তু ডমিঙ্গো ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের দায়িত্বে থাকবেন কি না, এমন প্রশ্নে তাঁর কথা, ‘আমরা কোনো ব্যক্তিকে নিয়ে ভাবছি না। আমরা একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। শর্ট টার্ম নয়, লং টার্ম পরিকল্পনা নিয়ে এগোচ্ছি, তিন-চার বছরের পরিকল্পনা। এটার জন্য যদি পরিবর্তন দরকার হয়, তাহলে পরিবর্তন আসবে।’

কোচিং স্টাফ নিয়ে বোর্ডের নতুন পরিকল্পনা দ্রুতই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি। পরিকল্পনাটা মূলত অতিরিক্ত ক্রিকেটের চাপ সামলাতে ও কোচ পাওয়া না–পাওয়ার কথা ভেবেই কথা, ‘যে পরিমাণ খেলা, কোচ তো লাগবেই। আমরা এখন শুধু সিরিজের সময় কোচদের পাচ্ছি। আমাদের এটা নিয়ে পরিকল্পনা আছে। সেটা শিগগিরই জানতে পারবেন।’

নাজমুল হাসান বলেছেন, দরকার হলে পরিবর্তন আসবে বাংলাদেশ দলে

এ বছর এশিয়া কাপের আগে টি-টোয়েন্টি দলের কোচের পদ থেকে ডমিঙ্গোকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় শ্রীধরন শ্রীরামকে। ডমিঙ্গোকে শুধু ওয়ানডে ও টেস্ট দলের দায়িত্বে রাখা হয়। ওদিকে শ্রীরামের সঙ্গে বিসিবির চুক্তি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। অল্প সময়ে শ্রীরাম যা করেছেন, তাতেও সন্তুষ্ট ক্রিকেট বোর্ড। নতুন বছরে কোচিং স্টাফ নিয়ে নতুন পরিকল্পনায় শ্রীরামও আছেন বলে জানিয়েছেন নাজমুল হাসান, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত শ্রীরাম আমাদের সঙ্গে ছিল। ভবিষ্যৎ ভাবনায় সে–ও যুক্ত হতে পারে।’