আফ্রিদি ও ফখর দুজনেই ভুগেছেন হাঁটুর চোটে
আফ্রিদি ও ফখর দুজনেই ভুগেছেন হাঁটুর চোটে

আফ্রিদি–ফখরের জন্য আলাদা ফিজিও নিয়োগ পিসিবির

গত জুলাইয়ে হাঁটুর চোটে পড়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। এই চোটের কারণে এশিয়া কাপ, দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের সিরিজ এবং নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ মিস করছেন এই ফাস্ট বোলার।

অন্যদিকে গত এশিয়া কাপের ফাইনালে হাঁটুতে চোট পান ওপেনার ফখর জামান। যে কারণে প্রথমে ফখরকে মূল দলে না রেখে রিজার্ভে রেখেছিলেন পাকিস্তানের নির্বাচকেরা। তবে শেষ মুহূর্তে রিজার্ভ থেকে মূল দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ফখরকে।এই দুই ক্রিকেটারেরই হাঁটুর চোট-পরবর্তী পুনর্বাসন হয়েছে লন্ডনে। ফিজিও জাভেদ আখতার মুঘলের অধীনে এই দুজনের পুনর্বাসনপ্রক্রিয়া এরই মধ্যে শেষ হয়েছে।

চোট থেকে মাত্রই সেরে উঠেছেন। অনুশীলনে নিয়মিতই ঘাম ঝরাচ্ছেন ফখর ও আফ্রিদি। তবে বিশ্বকাপের আগে তাদের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ নেই। দুদিন আগেই পাকিস্তান ক্রিকেটর বোর্ডের (পিসিবি) প্রধান রমিজ রাজা  জানিয়েছিলেন, চিকিৎসকদের মতে বিশ্বকাপের জন্য ৯০ শতাংশ প্রস্তুত শাহিন আফ্রিদি।

চোট কাটিয়ে দলে ফিরেছেন ফখর জামান

বিশ্বকাপের মঞ্চে তাদের নিয়ে তাই একটা ঝুঁকি থেকেই যাচ্ছে। সে ঝুঁকি এড়াতে অন্য রকম এক উদ্যোগ নিয়েছে পিসিবি। বিশ্বকাপে শুধু এ দুজনের জন্য আলাদা একজন ফিজিও নিয়োগ দিয়েছে তারা। পিসিবির একটি সূত্র জানিয়েছে, লন্ডনে এ দুজনের দেখভাল করা ফিজিও জাভেদ আখতার মুঘল বিশ্বকাপেও একই কাজ করবেন!

বল হাতে পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় আফ্রিদি। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানোর ম্যাচে এই পেসারই হয়েছিলেন ম্যাচসেরা। ফখরও পাকিস্তান টপ অর্ডারের জন্য খুব গুরুত্বপূর্ণ।

পিসিবির দাবি, এই দুই ক্রিকেটারের সেরা পারফরম্যান্স পেতে সর্বোচ্চ কিছু করার চেষ্টা করছে তারা। পিসিবির ওই সূত্র বলেছে, ‘শাহিন ও ফখরের পুনর্বাসন প্রক্রিয়ার দেখাশোনা করেছেন জাভেদ মুঘল। তিনি তাদের চোট সম্পর্কে পুরোপুরি ধারণা রাখেন। পুরো টুর্নামেন্টে ফখর ও শাহিনের দিকে নজর রাখবেন জাভেদ মুঘল।’

আজ ব্রিজবেনে পাকিস্তান দলের সঙ্গে যোগ দিয়েছেন আফ্রিদি ও ফখর। মূল পর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। সেই দুই ম্যাচে মাঠে নামার কথা আছে তাদের। ২৩ অক্টোবর মেলবোর্নে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ মিশন।