হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছেড়েছেন লিটন দাস
হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছেড়েছেন লিটন দাস

৩-৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে লিটন, গুরুতর নয় মুশফিক-শরীফুলের চোট

এ ম্যাচে আর ব্যাটিং বা ফিল্ডিং করতে নামবেন না, এটা জানা গিয়েছিল আগেই। জিম্বাবুয়ের বিপক্ষে আজ প্রথম ওয়ানডে শেষ হওয়ার আগেই বিসিবিসূত্রে জানা যায়, হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়া লিটন দাস তিন ম্যাচের সিরিজ থেকেই ছিটকে পড়েছেন। শঙ্কা আছে তাঁর এশিয়া কাপে খেলা নিয়েও।

পরে ম্যাচশেষে বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেদ সানি জানিয়েছেন, ‘লিটনের হ্যামস্ট্রিংয়ে “গ্রেড টু মাসল স্ট্রেইন” দেখা গেছে। এ ধরনের চোট থেকে সেরে উঠছে সাধারণত ৩-৪ সপ্তাহ লাগে। ফলে এ সিরিজে তাকে পাচ্ছি না আমরা।’

আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। লিটনের সেরে উঠতে চার সপ্তাহ লাগলে তাঁর এ টুর্নামেন্টে খেলা শঙ্কার মুখেই পড়বে।

এশিয়া কাপে খেলা নিয়েও শঙ্কা আছে লিটনের
ছবি: এএফপি

এদিকে হারারেতে হারা ম্যাচে চোট পেয়েছেন মুশফিকুর রহিম ও শরীফুল ইসলামও। মুশফিক ফিল্ডিংয়েও নামেননি। শরীফুল একবার স্ট্রেচারে করে উঠে গিয়ে ফিরে আসলেও আবার উঠে যান।

তবে তাঁদের দুজনের চোট গুরুতর নয় বলে জানিয়েছেন মুজাদ্দেদ, ‘মুশফিক ভাইয়ের চোট বৃদ্ধাঙ্গুলিতে, খুব বড় ধরনের মনে হচ্ছে না। আর শরীফুল তাৎক্ষণিক আঘাত থাকার কারণে অবশ বোধ করছিল, আশা করছিল কালকের মধ্যে ভালো খবর দিতে পারব।’

আজ অবশ্য ব্যাটিংটা বেশ ভালোই করছিলেন লিটন। কিন্তু ৮৯ বলে ৮১ রান করে হঠাৎই হ্যামস্ট্রিংয়ে চোট পান। তাঁকে মাঠ ছাড়তে হয়েছিল স্ট্রেচারে করে। লিটন চোট পান একটি সিঙ্গেল নেওয়ার সময়। ক্রিজে পৌঁছানোর আগেই ব্যথা অনুভব করেন।

আর উঠেই দাঁড়াতে পারেননি না। ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম ফিফটি করে দলের রানের গতি বাড়ানোর দিকে মনোযোগী হয়েছিলেন লিটন। ৭৫ বলে ফিফটি করার পরের ১৪ বলে করেছিলেন ৩১ রান।