বাসে করে হোটেলে চলে যান ইংল্যান্ডের ক্রিকেটাররা
বাসে করে হোটেলে চলে যান ইংল্যান্ডের ক্রিকেটাররা

ঢাকায় ইংল্যান্ড ক্রিকেট দল

ইংল্যান্ড লায়ন্স দলের শ্রীলঙ্কা সফরে ছিলেন পেসার সাকিব মাহমুদ। সেখান থেকে গতকাল বাংলাদেশে এসে পৌঁছেছেন এই ইংলিশ পেসার। ইংল্যান্ড দলের ম্যানেজারও কাল ঢাকায় এসেছেন। আর আগামী ১ মার্চ শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজকে সামনে রেখে দুই ভাগে ভাগ হয়ে ২৩ সদস্যের ইংল্যান্ড দল আজ সকালে ঢাকায় পা রেখেছে।

বিমানবন্দর থেকে জস বাটলার–মঈন আলীদের সরাসরি হোটেল সোনারগাঁওয়ে যাওয়ার কথা। আগামীকাল থেকে ইংল্যান্ড দলের ক্রিকেটাররা অনুশীলন করবেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে হবে জস বাটলারদের ওয়ানডে সিরিজের প্রস্তুতি।

বাসের ভেতর থেকে ইংল্যান্ডের এক ক্রিকেটার এভাবেই সম্ভাষণের জবাব দিলেন

ইংলিশ ক্রিকেটারদের আসা অবশ্য এখানেই থামছে না। দুই দলের টি-টোয়েন্টি সিরিজের আগে ৬ মার্চ পর্যন্ত প্রায় প্রতিদিনই ইংল্যান্ড দলের কেউ না কেউ বাংলাদেশে আসবেন। ১ মার্চ থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড সিরিজের সব কটি ম্যাচই হবে দিবারাত্রির। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে দুপুর ১২টায়।

টি-টোয়েন্টি ম্যাচ শুরু বেলা তিনটায়। ১ ও ৩ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে খেলার পর দুই দল যাবে চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৬ মার্চ তৃতীয় ওয়ানডের পর প্রথম টি-টোয়েন্টি ৯ মার্চ। এরপর আবার মিরপুরে ফিরে ১২ ও ১৪ মার্চ হবে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ।

কাল থেকেই অনুশীলন শুরু করবেন ইংল্যান্ডের ক্রিকেটাররা

সিরিজটি ২০১৬ সালের পর দুই দলের প্রথম দ্বিপক্ষীয় সিরিজ। সে বছর বাংলাদেশ সফরে এসে টেস্ট ও ওয়ানডে খেলেছিল ইংলিশরা। এবারের সফরে ২৬ ফেব্রুয়ারি ঢাকার ব্রিটিশ হাইকমিশনের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা দুই দলের। সফর শেষে ১৫ মার্চ ফিরে যাবে ইংল্যান্ড দল।