আন্তর্জাতিক বা ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি, এ বছরটি ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানের
আন্তর্জাতিক বা ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি, এ বছরটি ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানের

রিজওয়ানকে পেছনে ফেলে টি–টোয়েন্টির যে রেকর্ড এখন পুরানের

টি-টোয়েন্টিতে ২০২১ সালটা ছিল মোহাম্মদ রিজওয়ানের। ব্যাট হাতে এই সংস্করণে দুর্দান্ত একটা বছরই কাটিয়েছিলেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান। ৪৫ ইনিংসে ৫৬.৫৫ গড় ও ১৩২.০৩ স্ট্রাইক রেটে ২০৩৬ রান করেছিলেন রিজওয়ান। এক পঞ্জিকাবর্ষে এটাই ছিল এত দিন স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড।

ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান গতকাল রাতে রিজওয়ানকে পেছনে ফেলেছেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ডটি এখন তাঁর দখলে। গতকাল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ১৫ বলে ২৭ রানের ইনিংস খেলার পথে রিজওয়ানকে টপকে যান পুরান।

পাকিস্তানের উইকেটকিপার–ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান

এ ম্যাচের আগে রিজওয়ানের রেকর্ড নিজের করে নিতে ৫ রানের প্রয়োজন ছিল পুরানের। সেটি ছোঁয়ার পর আরও ২২ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান। সব মিলিয়ে এখন তাঁর রান ২০৫৯। এই রান তিনি করেছেন ৬৫ ইনিংস ব্যাটিং করে, ৪২.০২ গড় ও ১৬০.৮৫ স্ট্রাইক রেটে। এ বছর আরও টি-টোয়েন্টি আছে পুরানের সামনে

এ বছর খেলা প্রায় প্রতিটি টুর্নামেন্টেই ভালো করেছেন পুরান। এর মধ্যে সবচেয়ে বেশি রান তিনি করেছেন আইপিএলে-১৪ ইনিংসে ৬২.৩৭ গড়ে ৪৯৯। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে ১০ ইনিংস খেলে করেন ৩৫৪ রান। সিপিএলে এখন পর্যন্ত খেলা ৯ ইনিংসে তাঁর রান ৩১২।

এ ছাড়া পুরান এ বছর খেলেছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট, ইংল্যান্ডের দ্য হান্ড্রেড, দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি ও বাংলাদেশের বিপিএলে। মেজর লিগ ক্রিকেটে ৭ ইনিংসে করেছেন ১৮০ রান। হান্ড্রেডে ৭ ইনিংসে ২২৭, এসএ টি-টোয়েন্টিতে ৩ ইনিংসে ৮৬ ও বিপিএলে ২ ইনিংসে ১৭ রান করেছেন পুরান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও বছরটা ভালোই কেটেছে এই ক্যারিবীয় ব্যাটসম্যানের। সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২০২৪ সালে ১৩ ইনিংস খেলে করেছেন ৩৮৪ রান। এর মধ্যে এ বছরের মাঝামাঝি হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ইনিংস খেলে ৩৮ গড়ে তাঁর রান ২২৮। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ৩ ইনিংসে ১১৯ ও অস্ট্রেলিয়া সফরে ৩ ইনিংসে ৩৭ রান করেছেন পুরান।

স্বীকৃত টি-টোয়েন্টি এ বছর রান সংগ্রহে পুরানের কাছাকাছি আছেন দক্ষিণ আফ্রিকার রিজা হেনড্রিকস। ৫৯ ম্যাচে ৩১.১০ গড়ে তিনি করেছেন ১৫৫৫ রান। এরপর আছেন পাকিস্তানের বাবর আজম (৩৬ ম্যাচে ৪৬.২৫ গড়ে ১৪৮০ রান) ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড (৩৯ ম্যাচে ৪১.২০ গড়ে ১৪৪২ রান)।