মেডেন ওভার।
রানবন্যার আইপিএলে সম্ভবত সবচেয়ে বিরল দৃশ্য। আজ পাঞ্জাব কিংসের বিপক্ষে ইনিংসের ১৫তম ওভারে বিরলতম সেই ঘটনাই ঘটিয়েছেন মোস্তাফিজুর রহমান। মেডেন নিয়েছেন শশাঙ্ক সিংয়ের কাছ থেকে।
ম্যাচে মোস্তাফিজের সেরা সময় এটিই। চার ওভার বল করে রান দিয়েছেন ২২, তবে উইকেট পাননি। এবারের আইপিএলে এই প্রথম উইকেটহীন থাকলেন বাংলাদেশের বাঁহাতি পেসার।
মোস্তাফিজের উইকেটহীন ম্যাচে চেন্নাই সুপার কিংসও জেতেনি। ১৬২ রান তাড়া করতে নেমে পাঞ্জাব কিংস জিতেছে ৭ উইকেট হাতে রেখে, বলও বাকি ছিল ১৩টি।
এবারের আইপিএলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে মোস্তাফিজের ছুটি ছিল ১ মে পর্যন্তই। নিজের শেষ ম্যাচে বল হাতে প্রথম ওভারে দেন ৩ রান, তবে পরের ওভারেই ১০। এরপর বিরতি দিয়ে ইনিংসের পনেরতম ওভারে ফিরেই নেন মেডেন। শেষ ওভারে অবশ্য আবার ছন্দপতন। রান দিয়েছেন ৯টি, যার মধ্যে পাঁচটিই ওয়াইড।
উইকেট না পাওয়া মোস্তাফিজই অবশ্য ইকোনমির দিক থেকে দলের সেরা। মোস্তাফিজ বাদে (৫.৫০) চেন্নাইয়ের বাকি বোলারদের ওভারপ্রতি খরচ ৭ রানের বেশি হারে।
চেন্নাই ম্যাচটা জিততে পারেনি স্কোরবোর্ডে খুব বেশি রানের পুঁজি গড়তে না পারায়। চিপকে টস হেরে ব্যাট করতে নামা স্বাগতিকেরা উদ্বোধনী জুটিতে ৫০ বলে ৬৪ রান তুললেও পরের দিকে আর গতি বাড়াতে পারেনি। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াডের ৪৮ বলে ৬২ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ আরেক ওপেনার অজিঙ্কা রাহানের ২৪ বলে ২৯। মহেন্দ্র সিং ধোনি ১১ বলে ১৪ রান করে ম্যাচের শেষ বলে রান আউট হন। এবারের আইপিএলে অষ্টম ইনিংসে এসে প্রথমবার আউট হয়েছেন ধোনি।
রান তাড়ায় পাঞ্জাবকে বড় পথ পার করিয়ে দেন ওপেনার জনি বেয়ারস্টো ও তিনে নামা রাইলি রুশো। দ্বিতীয় উইকেটে এ দুজন ৩৭ বলে যোগ করেন ৬৪ রান। বেয়ারস্টো ৩০ বলে ৪৬ আর রুশো ২৩ বলে ৪৩ রান করে আউট হলেও বল হাতে থাকায় ম্যাচ জিততে কষ্ট হয়নি স্যাম কারেন-শশাঙ্কদের।
১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চেন্নাই এখন চার নম্বরে। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সাতে পাঞ্জাব।