সব কন্ডিশনে স্পিনারদের দাপট দেখতে চান হেরাথ
সব কন্ডিশনে স্পিনারদের দাপট দেখতে চান হেরাথ

রঙ্গনা হেরাথের জন্মদিনে স্পিনারদের নিয়ে তাঁর চাওয়া

‘শুভ জন্মদিন কোচ। বয়স কত হলো, ৫৫?’

বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ মজাটা ধরতে পারলেন। জন্মদিনের শুভেচ্ছার উত্তর না দিয়ে নিজের চেহারার দিকে আঙুল দিয়ে মজার ছলে বললেন, ‘আমাকে দেখে কি ৫৫ মনে হয়? আমার মাত্র ৪৫ হলো!’ এরপর হেরাথের সঙ্গে সংবাদকর্মীদের প্রশ্নোত্তর পর্বেও রইল সেই আমেজ।

নিজের জন্মদিন বলে কথা। হেরাথের মন ফুরফুরে থাকবে, এটাই স্বাভাবিক। তার ওপর আগের দিন আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিতেছে ১৮৩ রানের রেকর্ড ব্যবধানে। ব্যাটসম্যানরাও বড় রান করেছেন। বোলাররাও দাপট দেখিয়েছেন। আরও স্পষ্ট করে বলতে গেলে, হেরাথের স্পিন বিভাগও ছিল কার্যকরী।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটের কারণে স্পিনারদের কথাটা আলাদা করে বলা। ব্যাটিং সহায়ক উইকেটে সাকিব আল হাসান ও নাসুম আহমেদের মোট ১২ ওভারে ৬৬ রান নিতে পেরেছে আইরিশরা, উইকেট হারিয়েছে ৪টি। এর মধ্যে ৩টি নিয়েছেন নাসুম।

ধারাবাহিকভাবে ভালো করছেন বাংলাদেশের স্পিনাররা

ভালো ব্যাটিং উইকেটে স্পিনারদের এমন পারফরম্যান্সের পর যেকোনো কোচই খুশি হবেন। হেরাথ শুধু খুশিই নন, গর্বিতও,  ‘আমি খুশি ও গর্বিত। স্পিনারদের জন্য এটাই তো চ্যালেঞ্জ, তাই না? আমরা কীভাবে সব ধরনের কন্ডিশনে ভালো বোলিং করব, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। ওরা যেভাবে মানিয়ে নিয়েছে, কন্ডিশন বুঝে বোলিং করেছে, তাতে আমি খুশি।’

হেরাথ কথাগুলো বলছিলেন এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে। যেখানে কিছু উইকেট হবে স্পিন সহায়ক, কিছু আবার একদমই ব্যাটিং–স্বর্গ। তাই বাংলাদেশ দলের স্পিন বিভাগকে সব কিছুর জন্যই প্রস্তুত হবে বলছেন তিনি, ‘আমরা কিন্তু জানি না, আমরা কোন ধরনের কন্ডিশন পাব।

আমাদের সব কিছুর জন্যই প্রস্তুত হতে হবে। উইকেট বোলারদের সাহায্য করতে পারে, ব্যাটসম্যানদেরও। সব ধরনের উইকেটের জন্যই প্রস্তুতি নিতে হবে।’

৪৫তম জন্মদিন পালন করেছেন বাংলাদেশের স্পিন কোচ

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটা বাংলাদেশের জন্য সেই পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্র। যত বেশি ক্রিকেটার খেলিয়ে দেখা যায়, ততই তাদের সামর্থ্য সম্পর্কে ধারণা পাওয়া যাবে। হেরাথের কথায়ও সেই আভাস, ‘আমরা যদি অন্য ক্রিকেটারদের যথেষ্ট সুযোগ দিতে পারি, সেটা খুবই ভালো হবে। তবে সমন্বয় যেটাই হোক, আমাদের দেখতে হবে কীভাবে আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারি।’

প্রথম ম্যাচে সেই আক্রমণাত্মক ক্রিকেটের ভালোই একটা প্রদর্শনী উপহার দিয়েছে বাংলাদেশ। আগামীকাল দ্বিতীয় ম্যাচে যা ছাড়িয়ে যাওয়া একটু কঠিনই হবে। তবে কে জানে, বাংলাদেশ যেমন ছন্দে আছে, সবই হয়তো সম্ভব।