কবে ফিরবেন ইংল্যান্ড পেসার জফরা আর্চার
কবে ফিরবেন ইংল্যান্ড পেসার জফরা আর্চার

বার্বাডোজে খেলেছেন আর্চার, জানে না ইংল্যান্ড

ইংল্যান্ড ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব কিকে না জানিয়েই বার্বাডোজের একটি স্কুল দলের হয়ে মাঠে নেমেছেন জফরা আর্চার। কনুইয়ের চোটের কারণে গত মার্চের পর থেকেই মাঠের বাইরে এ ফাস্ট বোলার।

দীর্ঘ পুনর্বাসনপ্রক্রিয়ার অংশ হিসেবেই ইংল্যান্ডের সাদা বলের স্কোয়াডের সঙ্গে অনুশীলন করতে বার্বাডোজে ছিলেন তিনি।

বিবিসি জানিয়েছে, তিন দিনের এ ম্যাচে ফাউন্ডেশন নামের একটি দলের হয়ে লর্ডসের বিপক্ষে মাঠে নেমেছিলেন আর্চার। প্রথম দিনে পেস আর বাঁহাতি স্পিনের মিশেলে বোলিং করে ১৮ রানে ৪ উইকেট নেন আর্চার। ওয়ান স্কোর ওয়েবসাইটে বার্বাডোজ ক্রিকেট অ্যাসোসিয়েশন বিভাগের দলের তালিকায় তাঁর নাম ছিল। ব্যাট হাতে তিনি করেছেন ১১ রান। এ দলটি আর্চারের পুরোনো ক্লাব ক্রাইস্ট চার্চ ফাউন্ডেশনের সঙ্গে সম্পর্কিত। দ্বিতীয় বিভাগের ম্যাচটি এই সপ্তাহেও চলবে, তবে জানা গেছে আর্চার এরই মধ্যে ইংল্যান্ডে ফিরে গেছেন।

আর্চার এই ম্যাচটি খেলেছেন, এমন শোনার পর কি সাংবাদিকদের বলেন, ‘আমি এই বিষয়ে জানি না। আমি ব্যাপারটি দেখব।’

আগামী মাসে শুরু হতে যাওয়া ভারত সফরে ৫ টেস্ট সিরিজের জন্য ঘোষিত ইংল্যান্ড দলে নেই আর্চার। কি বলেছেন, কয়েক দফা চোটের পর আর্চারের ফেরার বিষয়টি তাঁরা ‘নিয়ন্ত্রণ’ করায় ২০২১ সালের পর টেস্ট খেলতে পারেনি আর্চার। এ  বছর এখন পর্যন্ত মাত্র ৭টি সাদা বলের ম্যাচ খেলতে পেরেছেন। বিশ্বকাপে একটা সময় দলের সঙ্গে থাকলেও মূল দলে নেওয়া হয়নি তাঁকে। শেষ পর্যন্ত বিশ্বকাপের মাঝপথেই ভারত থেকে দেশে ফিরে যান তিনি।

কির ভাষ্য, ‘আমরা ওর ব্যাপারে একটু রয়েসয়ে এগোতে চাইছি। আর্চারের ফেরার কোনো নির্দিষ্ট তারিখ দিতে চাইছি না। যেটা আমরা আগে করেছি, সেখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করছি। সে আমাদের কাছে অমূল্য।’

ওয়েস্ট ইন্ডিজের সফর চলছে ইংল্যান্ডের

গত অক্টোবরে ইংল্যান্ডের সঙ্গে দুই বছরের কেন্দ্রীয় চুক্তি করা আর্চার ২০২০ সাল থেকেই কনুইয়ের চোটে ভুগছেন, পিঠের চোটেও ভুগছেন তিনি। কি জানিয়েছেন, আর্চার ২০২৪ আইপিএল নিলামের জন্য নাম নিবন্ধন করতে চেয়েছিলেন, তবে পুনর্বাসনপ্রক্রিয়া ইংল্যান্ড নিজেরাই তদারক করতে চেয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী জুনে। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলছে ইংল্যান্ড। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারের পর বাংলাদেশ সময় আজ ভোর থেকে শুরু হবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।