রোহিত শর্মার নেতৃত্বে তৃতীয়বারের মতো আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলছে ভারত
রোহিত শর্মার নেতৃত্বে তৃতীয়বারের মতো আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলছে ভারত

১৯৮৩ বিশ্বকাপজয়ী কপিলের সঙ্গে রোহিতের মিল দেখছেন শ্রীকান্ত

এক দশক পর টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলতে নামছে ভারত। প্রতিপক্ষ কখনো আইসিসি টুর্নামেন্টের ফাইনালে না খেলা দক্ষিণ আফ্রিকা। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল প্রোটিয়াদের হারিয়ে বিশ্বকাপ জিতবে কি না, সেই প্রশ্ন অনেকের মনে। তবে ভারতেরই এক বিশ্বকাপজয়ী অধিনায়কের সঙ্গে রোহিতের নেতৃত্বের মিল খুঁজে পাচ্ছেন দেশটির সাবেক ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত।

নব্বইয়ের দশকে কিছু সময়ের অধিনায়ক শ্রীকান্ত রোহিতের মধ্যে ১৯৮৩ ওয়ানডে বিশ্বকাপের কপিল দেবকে দেখতে পাচ্ছেন। চার দশক আগে কপিলের নেতৃত্বেই প্রথমবারের মতো বিশ্বকাপ হাতে তুলেছিল ভারত।

শ্রীকান্ত ভারতের হয়ে ৪৩ টেস্ট ও ১৪৬টি ওয়ানডে খেলেছিলেন ১৯৮১ থেকে ১৯৯২ সালের মধ্যে। এর মধ্যে ’৮৩ ওয়ানডে বিশ্বকাপও আছে। স্টার স্পোর্টসে ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল–পূর্ব আলোচনায় শ্রীকান্ত বলেন, ‘আমি একটা যুগের সঙ্গে আরেকটা যুগ আর এক অধিনায়কের সঙ্গে আরেক অধিনায়কের তুলনা পছন্দ করি না। কিন্তু ১৯৮৩ বিশ্বকাপের সঙ্গে একটা তুলনা করতে চাই, আর সেটা এটাই (২০২৪)।’

কপিল দেবের নেতৃত্বে ১৯৮৩ ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত

শ্রীকান্ত এরপর যোগ করেন, ‘খেয়াল করে দেখুন, এবারের বিশ্বকাপে নেতা হিসেবে দলকে কে নেতৃত্ব দিচ্ছে? রোহিত অন্যদের বলে, “শোনো, ঝুঁকিপূর্ণ শট আমিই খেলা শুরু করব। আমিই দায়িত্ব নেব।” আর সেটারই প্রতিফলন দেখা যায় মাঠে তাঁর দুর্দান্ত সব শট আর ইনিংসে। ও শুরু করে দেওয়ার পর বাকিরা ওর ইনিংস কেন্দ্র করে ভালো করে থাকে।’

এবারের আসরে এখন পর্যন্ত ১৫৫.৯৭ স্ট্রাইক রেট ও ৪১.৩৩ গড়ে ২৪৮ রান করেছেন রোহিত। যার মধ্যে ফিফটি তিনটি। তবে অন্যদের ছোট ইনিংসও দলের জন্য ভূমিকা রাখছে বলেও মনে করেন শ্রীকান্ত, ‘একটা দলের সবাইকেই দরকার হয়। সূর্যকুমার, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, সবাইকেই। এমনকি অক্ষর প্যাটেলের ১০–১২ রানও গুরুত্বপূর্ণও।’

ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিলের সঙ্গে রোহিতের মিল তুলে ধরতে গিয়ে শ্রীকান্ত বলেছেন, ‘অধিনায়কের ক্ষেত্রে বড় ব্যাপার, বোলারদের ভালোভাবে কাজে লাগানো। সেমিফাইনালেই যেমন ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওভারেই অক্ষরকে নিয়ে এসেছে, ওই ওভারেই জস বাটলার আউট। তো কথা হচ্ছে, রোহিতের যে ব্যাপারটা আমার খুব পছন্দের, সেটা মাঠে শান্ত ও ধীরস্থির থাকা। এই ব্যাপারটা কপিল দেবের মধ্যেও দেখতাম। তখন কপিলকে কেন্দ্র করেই সবাই দলের সাফল্যে অবদান রাখত। দল মানে একজনের ব্যাপার নয়। রোহিত শর্মা দলকে একতাবদ্ধ করছে। যেটা অধিনায়ক এবং নেতা হিসেবে খুব গুরুত্বপূর্ণ।’

রোহিতের নেতৃত্বে এখন পর্যন্ত দুটি আইসিটি টুর্নামেন্টের ফাইনাল খেলেছে ভারত। ২০২৩ সালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপের দুটি ফাইনালেই হেরেছিল ভারত। এবার তৃতীয় ফাইনালে কী অপেক্ষা করছে?