অ্যাশেজের প্রথম টেস্টে ১৫২ বলে ১১৮ রানে অপরাজিত ছিলেন জো রুট
অ্যাশেজের প্রথম টেস্টে ১৫২ বলে ১১৮ রানে অপরাজিত ছিলেন জো রুট

আইসিসি র‌্যাঙ্কিং

লাবুশেনকে তিনে ঠেলে শীর্ষে জো রুট

অনেক দিন ধরেই নিজের সেরাটা দিতে পারছেন না অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মারনাস লাবুশেন। টেস্টে নিজের সর্বশেষ সেঞ্চুরি গত বছরের ডিসেম্বরে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। লাবুশেনের টানা তৃতীয় সেঞ্চুরি ছিল সেটি। এরপর ৯ টেস্টে কোনো সেঞ্চুরি পাননি, ব্যর্থ হয়েছেন অ্যাশেজের প্রথম টেস্টেও।

তাতে প্রায় ৬ মাস পর আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন লাবুশেন। যার কাছে জায়গা হারিয়েছেন সেই জো রুটের বিষয়টা আবার একেবারেই উল্টো। দুর্দান্ত ছন্দে থাকা এই ব্যাটসম্যান পাঁচ ধাপ এগিয়ে উঠেছেন শীর্ষে। বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন।

অ্যাশেজের প্রথম টেস্টে ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন রুট। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিল ৪৬ রান।  ৮৮৭ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ ধাপ এগিয়ে শীর্ষে তিনি। না খেলেই র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে উঠেছেন কেইন উইলিয়ামসন। রুটের সঙ্গে উইলিয়ামসনের রেটিং পয়েন্টের পার্থক্য ৪। লাবুশেন আছেন এখন তিন নম্বরে। অ্যাশেজের প্রথম টেস্টের ব্যর্থতায় তাঁর রেটিং পয়েন্ট কমেছে ২৬।

উসমান খাজা দুই ধাপ এগিয়ে আছেন ক্যারিয়ার সাত নম্বরে

প্রথম টেস্টে জ্বলে উঠতে পারেননি স্টিভ স্মিথও। তাতে র‌্যাঙ্কিংয়ে চার ধাপ নেমে গেছেন এই ব্যাটসম্যান, বর্তমানে তাঁর অবস্থান ৬ নম্বরে। এক ধাপ পিছিয়ে ট্রাভিস হেডের অবস্থান এখন চারে।  

প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ২১৮ রান করা উসমান খাজা দুই ধাপ এগিয়ে আছেন ক্যারিয়ার সাত নম্বরে। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৬ ব্যাটসম্যানের মধ্যেই রেটিং পয়েন্ট অনেকটা কাছাকাছি। শীর্ষে থাকা রুটের সঙ্গে ৬ নম্বরে থাকা স্মিথের রেটিং পয়েন্টের পার্থক্য মাত্র ২৬।

২৫ ধাপ এগিয়েছেন নাজমুল হোসেন

মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বিশাল জয়ের দুই নায়ক মুমিনুল হক ও নাজমুল হোসেন বড় লাফ দিয়েছেন। টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পাওয়া সাবেক অধিনায়ক মুমিনুল সাত ধাপ এগিয়ে উঠেছেন ৫৩ নম্বরে। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে জোড়া সেঞ্চুরি পাওয়া নাজমুল ২৫ ধাপ এগিয়ে উঠেছেন ক্যারিয়ার-সর্বোচ্চ ৫৪তম স্থানে।

বোলিংয়ে ৮৬০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানেই আছেন ভারতের অফ স্পিনার । দুই নম্বরে থাকা ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের সঙ্গে অশ্বিনের ব্যবধান ৩১ রেটিং পয়েন্টের। এক ধাপ এগিয়েছেন দুই ইংলিশ পেসার ওলি রবিনসন ও স্টুয়ার্ট ব্রড। রবিনসন পাঁচে ও ব্রড আছেন নয়ে।

চলতি আইসিসি বিশ্বকাপ বাছাই পর্বের পারফরম্যান্সেরও প্রভাব আছে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে। ওমানের অধিনায়ক জিশান মাকসুদ দুই ধাপ এগিয়ে আইসিসি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে উঠে এসেছেন।

আয়ারল্যান্ডকে হারানোর ম্যাচে ব্যাট হাতে ৫৯ রান ও বল হাতে  ১ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। বাছাইপর্বে ২ ম্যাচে ৪ উইকেট নেওয়া সৌরভ নেত্রভালকার পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ের ১৮ নম্বরে। যুক্তরাষ্ট্রের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির কোনো শীর্ষ বিশে সৌরভ।