সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ
সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ

টেস্ট জয়ের বড় সুযোগ দেখছেন মিরাজ

রাওয়ালপিন্ডি টেস্ট যেখানে দাঁড়িয়ে, বাংলাদেশ হারবে বলে কেউই হয়তো বলবেন না। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৬৫ রান করা বাংলাদেশ পেয়েছে ১১৭ রানের লিড।

শেষ বিকেলে পেসার শরীফুল ইসলাম সাইম আইয়ুবকে ফিরিয়েছেন। পঞ্চম দিনে পাকিস্তান ব্যাটিংয়ে নামবে ৯৪ রানে পিছিয়ে থেকে। অর্থাৎ চাপের কথা বললে চতুর্থ দিন শেষে সেটা পাকিস্তানের ওপরেই।

পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার কাজটা চতুর্থ দিনে করেছেন ব্যাটসম্যানরা। বিশেষ করে ১৯১ রানের ইনিংস খেলা মুশফিকুর রহিমের সঙ্গে মেহেদী হাসান মিরাজের ১৯৬ রানের জুটি। দিনের খেলা শেষের সংবাদ সম্মেলনে মিরাজ মুশফিককে কৃতিত্ব দিয়েছেন। বোলাররা ভালো করলে ভালো সুযোগও আছে বলে মনে করেন এই অলরাউন্ডার।

দিন শেষে সংবাদ সম্মেলনে আসা অলরাউন্ডার মিরাজ বলেছেন, ‘আমরা এই মুহূর্তে ভালো অবস্থানে আছি। এখন আমাদের পুরো মনোযোগ আগামীকালের খেলায়। আরও ভালো করতে চাই আমরা।’

আজ মিরাজকে নিয়ে সপ্তম উইকেটে ১৯৬ রান যোগ করেন মুশফিক

বাংলাদেশ তৃতীয় দিন শুরু করেছিল ৫ উইকেটে ৩১৬ রান নিয়ে। ৫৬ রানে লিটন দাস আউট হলে ভাঙে মুশফিক ও লিটনের ১১৪ রানের জুটি। বাংলাদেশের ইনিংসের সবচেয়ে বড় জুটিটা হয় এরপরই।

এরপর মিরাজকে নিয়ে সপ্তম উইকেটে ১৯৬ রান যোগ করেন মুশফিক। টেস্টে সপ্তম উইকেটে বাংলাদেশের এটিই সর্বোচ্চ জুটি। সপ্তম উইকেটে বাংলাদেশের আগের সর্বোচ্চ ছিল ১৪৫। ২০১০ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে যে জুটিটি গড়েছিলেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। ১৭৯ বলে ৭৭ রান করেন মিরাজ।

মিরাজ বলছেন আসল কৃতিত্বটা মুশফিকেরই, ‘আমরা দারুণ একটা জুটি গড়েছি, তবে প্রশংসার সবটাই মুশি ভাইয়ের পাওনা। তিনি সব সময় আমাকে উৎসাহ দিয়েছেন। বারবার বলেছেন, উইকেট খুব ভালো, নিজের খেলাটা খেলে যাও।’

পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুবকে ফিরিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার শরীফুল ইসলাম

আজ শেষ বিকেলে শরীফুল অসাধারণ বোলিং করেছেন। তাঁকে সঙ্গ দিয়েছেন হাসান মাহমুদ। কাল সকালেও তাঁদের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ। সঙ্গে পঞ্চম দিনের সুবিধা নিয়ে সাকিব-মিরাজ বল হাতে অবদান রাখতে পারলে স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ। মিরাজও আপাতত তাকিয়ে আছেন সতীর্থ বোলারদের দিকে, ‘কাল সকালের প্রথম এক ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। আমাদের বোলারদের সকালে খুব ভালো বোলিং করতে হবে। প্রথম এক ঘণ্টায় যদি আমরা কয়েকটা উইকেট তুলে নিতে পারি, আমাদের খুব ভালো সুযোগ থাকবে (টেস্টটা জেতার)।’

বাংলাদেশের বোলারদের সেই সামর্থ্য খুব ভালোভাবেই আছে বলে মনে করেন মিরাজ, ‘ওরা শেষ বিকেলে খুব ভালো বোলিং করেছে। আমি তো স্লিপে ফিল্ডিং করেছি। দেখেছি, ওরা দারুণ বল করছে। আশা করি কাল সকালেও এভাবেই বোলিং করে যাবে। যদি কয়েকটা উইকেট আমরা নিতে পারি, ভালো কিছু হবে।’