পাকিস্তান অলরাউন্ডার ইমাদ ওয়াসিম
পাকিস্তান অলরাউন্ডার ইমাদ ওয়াসিম

প্রথম ম্যাচে ইমাদকে পাচ্ছে না পাকিস্তান

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে পাচ্ছে না পাকিস্তান। আগামীকাল বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে গত আসরের রানার্স আপ পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এ ম্যাচের আগে আজ ডালাসে পাকিস্তান অধিনায়ক বাবর আজম সাংবাদিকদের ইমাদ প্রসঙ্গে বলেছেন, ‘ইমাদ ওয়াসিমের সাইড স্ট্রেইন (মাংসপেশির চোট) হয়েছে। (তবে) বেশ উন্নতি হয়েছে। মেডিকেল প্যানেলের সঙ্গে আলোচনা হয়েছে। ইনশা আল্লাহ আমার মনে হয়-পরের ম্যাচে (পাওয়া যাবে) না, তার পরের ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে।’

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে ওভালেও ইমাদ দলে ছিলেন না। গত ৩০ মে হয়ে যাওয়া ওই ম্যাচের আগে এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছিল, নেটে ব্যাটিং অনুশীলনের সময় ডান দিকের পাঁজরে অস্বস্তি অনুভব করার পর তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। বাবর আজ ইমাদের চোটকে সাইড স্ট্রেইন বলে নিশ্চিত করলেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গিয়েছিলেন ইমাদ ওয়াসিম
এএফপি

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গিয়েছিলেন ইমাদ। এরপর ফাইনালসহ পিএসএলে (পাকিস্তান সুপার লিগ) দারুণ পারফর্ম করা ইমাদ অবসর ভেঙে ফেরেন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে। মোহাম্মদ আমিরের সঙ্গে তাঁকেও নেওয়া হয় বিশ্বকাপ দলে।

ওয়েলসে জন্ম নেওয়া এ অলরাউন্ডার এ দফা জাতীয় দলে ফেরেন গত এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএলে) বেশ কয়েক বছর ধরেই নিয়মিত খেলা ইমাদের অভিজ্ঞতা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কাজে লাগবে বলেও ধারণা করা হচ্ছে। অবশ্য গ্রুপ পর্বে দলটির সব কটি ম্যাচই যুক্তরাষ্ট্রে। তবে বিশ্বকাপে সুপার এইট পর্ব থেকে সব ম্যাচই হবে ক্যারিবীয় মাটিতে।