এ মুহূর্তে ইংল্যান্ডের কোচ হওয়ার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন এউইন মরগান। সীমিত ওভারের কোচ ম্যাথু মট আর কোচ থাকছেন না, এমন প্রতিবেদন আসার পর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আসছে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়কের নাম।
২০২২ সালের মে মাসে চার বছরের জন্য ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ হিসেবে নিয়োগ পান মট। দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতান তিনি। তবে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর সমালোচনার মুখে আছেন এ অস্ট্রেলিয়ান কোচ। ২০১৯ সালের চ্যাম্পিয়নরা ২০২৩ সালে জেতে মাত্র তিনটি ম্যাচ, এর মধ্যে দুটি জয় আবার বিদায় নিশ্চিত হওয়ার পর।
সম্প্রতি ব্রিটিশ পত্রিকা দ্য টাইমস এক প্রতিবেদনে জানায়, চুক্তির মাঝপথেই দায়িত্ব ছেড়ে চলে যাচ্ছেন মট। এর পর থেকে তাঁর উত্তরসূরি হিসেবে আবারও আসছে মরগানের নাম। তবে ইংল্যান্ডের দায়িত্ব নেওয়ার ব্যাপারটি নাকচ করে দিয়েছেন মরগান।
স্কাই স্পোর্টসে দ্য হানড্রেডের ধারাভাষ্য দেওয়ার সময় মরগান এ প্রসঙ্গে বলেন, ‘আসলে এ খবরটি আমি প্রথম শুনলাম। একজন কোচ সমালোচনার মুখে পড়লে সেটি মোটেও সুখকর নয় এবং তার (মটের) ভবিষ্যৎ নিয়ে অনেক জল্পনাকল্পনা আছে। তবে সময়ই বলবে কী ঘটবে।’
ওয়ানডে বিশ্বকাপের ভরাডুবির পর সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত যায় আগেরবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। কিন্তু সেমিফাইনালে গায়ানায় ভারতের কাছে উড়ে যায় জস বাটলারের দল। টুর্নামেন্টে তারা টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জেতে মাত্র একটি ম্যাচ। এ টুর্নামেন্টের পর মট এবং অধিনায়ক বাটলার—দুজনের ভবিষ্যৎ নিয়েই আবার আলোচনা শুরু হয়। ইংল্যান্ডের পুরুষ ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব কি বলেছেন, পরবর্তী কয়েক সপ্তাহে তিনি টুর্নামেন্ট পর্যবেক্ষণ করে দেখবেন। এটির প্রক্রিয়া শুরুও হয়ে গেছে। এমনিতে সেপ্টেম্বরের আগে কোনো আন্তর্জাতিক সীমিত ওভারের ম্যাচ নেই ইংল্যান্ডের।
তবে মরগান বলেছেন, ‘(সংবাদমাধ্যমে) আমাকে গত কয়েক মাসে অনেকবার এ দায়িত্ব নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে, আমি নেব কি না। আমার সরল উত্তর হচ্ছে, আমার জীবনে যা কিছু এখন ঘটছে, তাতে এটি উপযুক্ত সময় নয়। হ্যাঁ, আমি সামনে কোচিং করাতে চাই। তবে আমার পরিবার নতুন এবং আমি ঘরে অনেক সময় কাটাই। ক্রিকেট দেখি এবং এটি (ধারাভাষ্য) করি। এখন যা করছি, সেটিই অনেক ভালোবাসি আমি।’
এদিকে মাংসপেশির চোটে হানড্রেডের এ মৌসুম মিস করতে যাচ্ছেন বাটলার। টুর্নামেন্টের প্রস্তুতির সময় এ চোট পান তিনি। স্ক্যানের রিপোর্টও সুবিধার নয়। আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও তাঁর দল ম্যানচেস্টার অরিজিনালস এরই মধ্যে সম্ভাব্য বদলি খোঁজা শুরু করে দিয়েছে বলেও জানা গেছে।