আফগানিস্তানকে মিরপুর টেস্টে হারিয়ে ট্রফি হাতে পোজ লিটন দাসের
আফগানিস্তানকে মিরপুর টেস্টে হারিয়ে ট্রফি হাতে পোজ লিটন দাসের

গরম জয় করে ব্যাটসম্যান ও বোলাররা হাসি ফোটালেন লিটনের মুখে

ম্যাচ শেষ হওয়ার পর মাঠের এক কোণে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হতে একটু দেরি হয়েছে। তাতে বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের মুখের হাসিতে ভাটা পড়েনি। অধিনায়ক হিসেবে প্রথম টেস্টেই বাংলাদেশ দলকে স্মরণীয় এক জয় এনে দিয়েছেন। কিছুক্ষণ আগেই মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে আফগানিস্তানকে একমাত্র টেস্টে ৫৪৬ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশটেস্টের ইতিহাসে রানের হিসাবে যা তৃতীয় সর্বোচ্চ ব্যবধানের জয়। লিটনের মুখে হাসিটা তাই লেগেই ছিল।

প্রতিপক্ষ আফগানিস্তান এবং অপেক্ষাকৃত অনভিজ্ঞ দল হলেও মাঠের পারফরম্যান্সে নিজেদের যাচাই করে নিতে পেরেছে বাংলাদেশ। একটা টেস্ট ম্যাচে যেমন পারফরম্যান্সের প্রত্যাশা থাকে সেভাবে খেলেই জিতেছেন লিটন-নাজমুলরা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই দাপট দেখিয়েছে বাংলাদেশ। হাসতে হাসতে ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরীর সামনে গিয়ে লিটন তাই বলেছেন, তিনটি বিভাগেই দলের পারফরম্যান্সে তিনি খুশি। অবশ্য দল রেকর্ড গড়ে জিতলে অধিনায়কের এমন কথার বাইরে অন্য কথা বলার সুযোগ সামান্যই।

মিরপুর টেস্টে দারুণ বল করেছেন বাংলাদেশের পেসাররা। জয়ের পর ট্রফি হাতে পোজ দিল বাংলাদেশের পেস অ্যাটাক
ছবি: শামসুল হক

লিটনও চুলচেরা বিশ্লেষণের পথে হাঁটেননি। বাংলাদেশ অধিনায়কের কথায় বোঝা গেল, সতীর্থদের কৃতিত্ব দিয়ে এমন জয় তিনি আপাতত উপভোগ করতে চান, ‘সবাই যেভাবে খেলেছে, তাতে আমি অবশ্যই খুব খুব খুশি। সব জায়গাতেই ভালো করেছে।’ শামীম আশরাফ চৌধুরী এরপরই প্রসঙ্গটা ধরিয়ে দিয়ে বলেন, ব্যাটিংয়ে প্রচুর রান উঠেছে, বোলাররা ভালো বল করেছেন, ফিল্ডাররা এই গরমের মধ্যেও খুব ভালো করেছেন।

লিটনও স্বীকার করে নেন, ‘হ্যাঁ, অনেক গরম। এই গরমের মধ্যে খেলা সহজ না। ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতে হবে। শান্ত (নাজমুল হোসেন) দুই ইনিংসেই খুব ভালো ব্যাটিং করেছে, জয়ের (মাহমুদুল হাসান) ওই ইনিংসেরও প্রশংসা করতে হবে। দ্বিতীয় ইনিংসে জাকির (হাসান) ও মুমিনুলও (হক) খুব ভালো ব্যাটিং করেছে।’

লিটন এরপর বোলারদের প্রশংসাও করলেন। মিরপুর টেস্টে মোট ১৪ উইকেট পেয়েছেন বাংলাদেশের পেসাররা। দেশের মাটিতে যা সব মিলিয়ে সর্বোচ্চ। লিটন মনে করেন, এই গরমের মধ্যে ঘাসের উইকেটে বোলাররা যেভাবে বল করেছে তা অবশ্যই প্রশংসার দাবিদার, ‘এই গরমের এমন উইকেটে বোলাররা যেভাবে বল করেছে তা দেখার অভিজ্ঞতাটা দুর্দান্ত ছিল।’

মিরপুর টেস্টে চতুর্থ দিনেই জিতে দর্শকদের প্রত্যাশা পূরণ করেছে বাংলাদেশ দল

শামীম এরপরই প্রশ্নটা করে বসেন—বাংলাদেশে উইকেটে ঘাসের আধিক্য রেখে টেস্ট ম্যাচ খেলানোর নজির এই প্রথম? ভবিষ্যতে টেস্ট ম্যাচ জিততেও এমন উইকেট চান কি না, এ প্রশ্নের উত্তরে লিটন বলেছেন, ‘হ্যাঁ অবশ্যই, কারণ আমাদের ভালো বোলার আছে। পেসারদের মতো স্পিনারেরাও ভালো।’