এই সময়ের ক্রিকেটে সবচেয়ে কঠিন পরীক্ষাটা টেস্ট ক্যারিয়ারের প্রথম ১৮ বলেই দিতে হলো স্যাম কনস্টাসকে। অস্ট্রেলিয়ার ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ ওপেনারের খেলা প্রথম ১৮ বলেই বোলারের নাম যে যশপ্রীত বুমরা। সেই ১৮ বলে ১৯ বছর বয়সী কনস্টাসের বড় পরীক্ষাই নিলেন ভারতীয় পেসার, দিলেন মাত্র ২ রান।
তবে সব বদলে গেল বুমরার চতুর্থ ওভারে। বুমরার দ্বিতীয় ওভারে (ম্যাচের তৃতীয়) স্কুপ করতে গিয়ে মারেননি। উল্টো টেস্ট ম্যাচের প্রথম দিনের শুরুতেই এমন শট খেলার চেষ্টা ‘হঠকারী’ কি না, এই প্রশ্নও তুলে দিয়েছিলেন। প্রশ্নের জবাবটা কনস্টাস দিয়ে দিলেন ম্যাচের সপ্তম ওভারে। বুমরার প্রথম বলে স্কুপ করে কিপারের মাথার ওপর দিয়ে সীমানা ছাড়া করলেন। সেটি ছক্কা হতে হতে হয়নি। পরের বলে রিভার্স স্কুপ করে যে ছক্কা হলো। ১৮ বলের বুমরা–পরীক্ষায় পাস করার পর এবার উল্টো বুমরার পরীক্ষা নেওয়া শুরু করলেন কনস্টাস। ওই ওভারে রান এলো ১৪। টেস্ট ক্যারিয়ারে মাত্র তৃতীয়বার এক ওভারে ১৪ বা এর বেশি রান খরচ করার অভিজ্ঞতা হলো বুমরার। টেস্টে নিজের সর্বশেষ ৪৪৮৩ বলের মধ্যে প্রথম ছক্কা খাওয়ার অভিজ্ঞতাও।
দুই ওভার পর তো সেটিকেও ছাড়িয়ে গিয়ে কনস্টাস রেকর্ডই ‘উপহার’ দিলেন বুমরাকে। এবার ১ ছক্কা ও ২ চারে নিলেন ১৮ রান। ৪৪ টেস্টের ক্যারিয়ারে এক ওভারে এত রান দেওয়ার অভিজ্ঞতা আগে কখনো হয়নি বুমরার। আজকের আগে টেস্টে দুবার এক ওভারে সর্বোচ্চ ১৬ রান খরচ করেছিলেন বুমরা। প্রথমবার ২০২০ সালে, মেলবোর্নেই নাথান লায়ন ও হশ হ্যাজলউড মিলে যা করেছিলেন। পরের ১৬ রানের ওভারটা এ বছর ফেব্রুয়ারিতে। বিশাখাপট্টনমে ইংল্যান্ডের জ্যাক ক্রলি ওই ১৬ রান নিয়েছিলেন চারটি চারে।
বুমরাকে রেকর্ড উপহার দেওয়া কনস্টাস ৫২ বলে ফিফটি করেছেন। রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লু হয়ে ফিরেছেন ৬৫ বলে ৬০ রান করে। তাতে অভিষেকে আরেকটি রেকর্ডও পেয়ে গেছেন কনস্টাস। এই ইনিংসে কনস্টাসের স্ট্রাইক রেট ৯২.৩০। টেস্ট অভিষেকের প্রথম ইনিংসে এক নম্বরে ব্যাট করে সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড।
ভারতের বিপক্ষে এই রেকর্ড করতে এক ভারতীয়র রেকর্ডই ভেঙেছেন কনস্টাস। ২০১৮ সালে রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে প্রথম ব্যাট করতে নেমে ১৫৪ বলে ১৩৪ রানের ইনিংসে পৃথ্বী শর স্ট্রাইক রেট ছিল ৮৭.০১।
শুধু এক নম্বর ব্যাটসম্যান না ধরে দুই ওপেনারকেই ধরলে কনস্টাস থাকেন তিনে। তবে তাঁর ওপরে থাকা দুজনের কেউ ফিফটি পাননি। ২০১৭ সালে এজবাস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের মার্ক স্টোনম্যান ৬ বলে করেছিলেন ৮ রান (স্ট্রাইক রেট ১৩৩.৩৩)। ২০১৪ সালে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪ বলে ৩৩ রান করেন বাংলাদেশের শামসুর রহমান (স্ট্রাইক রেট ৯৭.০৫)।