রান পেয়েছেন বাবর ও রিজওয়ান
রান পেয়েছেন বাবর ও রিজওয়ান

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ

৩৪৫ রান করেও হার বাবরদের

কেইন উইলিয়ামসনের প্রস্তুতিটা ভালোই হলো। হাঁটুর অস্ত্রোপচার থেকে পুরোপুরি সেরে না ওঠা কিউই অধিনায়ক বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শুধু ব্যাটিংই করতে নেমেছিলেন। দীর্ঘদিন পর ব্যাটিং নেমে ৫০ বলে ৫৪ রান করে উঠে গেছেন উইলিয়ামসন। উইলিয়ামসনের ফেরার দিনে নিউজিল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতিটা হয়েছে দুর্দান্ত। হায়দরাবাদে পাকিস্তানের দেওয়া ৩৪৬ রানের লক্ষ্য কিউইরা তাড়া করেছে ৩৮ বল আর ৫ উইকেট হাতে রেখে।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাবর আজম। সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না, সেটা তাঁরা প্রমাণও করেছেন। মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরি ও অধিনায়ক বাবরের ৮০ রানের ইনিংস আর সৌদ শাকিলের ৫৩ বলে ৭৫ রানের ইনিংসে ৩৪৫ রানের বড় সংগ্রহ গড়েছিল পাকিস্তান। তবে বোলারদের ব্যর্থতায় এই রান নিয়েও লড়াই করতে পারেনি পাকিস্তান। এদিন খেলেননি শাহিন শাহ আফ্রিদি।

৩৪৬ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই ফিরে যান ডেভন কনওয়ে। হাসান আলীর বলে ফিরেছেন শূন্য রানে। তবে অপর প্রান্তে ঝড় তোলেন রাচিন রবীন্দ্র। আগা সালমানের বলে আউট হওয়ার আগে ৭২ বলে ৯৭ রানের ইনিংস খেলেছেন এই ওপেনার। উইলিয়ামসন এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি।

কেইন উইলিয়ামসনের প্রস্তুতিটা ভালোই হলো

নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে, বিশ্বকাপে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচে তাই খেলতে পারবেন না উইলিয়ামসন। তবে আজ ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে প্রস্তুতিটা ভালোই সেরে নিয়েছেন তিনি। ৪ নম্বরে নামা ড্যারিল মিচেলও পেয়েছেন ফিফটি। ৫৭ বলে ৫৯ রান করে তিনিও স্বেচ্ছায় মাঠ ছেড়েছেন। এরপর মার্ক চ্যাপম্যান ৪১ বলে ৬৫ আর জিমি নিশাম ২১ বলে ৩৩ রানের ইনিংস খেললে হেসেখেলে জেতে নিউজিল্যান্ড।

এর আগে অবশ্য ভালো ব্যাটিং প্রস্তুতি হয়েছে পাকিস্তানেরও। ইমাম-উল হক (১) ও আবদুল্লাহ শফিক (১৪) রান না পেলেও বাবর ও রিজওয়ান বড় ইনিংস খেলেছেন। ৮৪ বলে ৮০ রানের ইনিংস খেলে বাবর আউট হলেও ভারতের মাটিতে সেঞ্চুরি তুলে নেন রিজওয়ান। শাকিল করেছেন ৫৩ বলে ৭৫ রান।

৭.৪ ওভারে ৬৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন হাসান

পাকিস্তান তাদের পরের প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, ৩ অক্টোবর। নিউজিল্যান্ডের পরের ম্যাচ ২ অক্টোবর, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।