সাকিব আল হাসান ও বিরাট কোহলি
সাকিব আল হাসান ও বিরাট কোহলি

কেমন হতে পারে ভারত ও বাংলাদেশের একাদশ

প্রথম ম্যাচে জয়ের পর পরের দুই ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জয়ের খোঁজে থাকা বাংলাদেশকে আজ খেলতে হচ্ছে বিশ্বকাপের স্বাগতিক ভারতের বিপক্ষে। শক্তিশালী ভারতের বিপক্ষে কেমন একাদশ খেলাবে বাংলাদেশ? আর বিশ্বকাপে নিজেদের প্রথম তিন ম্যাচে জেতা ভারতের একাদশে কি কোনো পরিবর্তন থাকবে?
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারত ম্যাচের আগে বাংলাদেশের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, সাকিব আল হাসান খেলতে পারবেন কি না?

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের সর্বশেষ ম্যাচে ঊরুর চোটে পড়েন সাকিব। বাংলাদেশ অধিনায়ক খেলতে পারবেন কি না, সে সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। গতকাল সংবাদ সম্মেলনে আসা চন্ডিকা হাথুরুসিংহে সাকিবের খেলা না-খেলার ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি। তবে কোচ বলেছেন, সাকিবের অবস্থার উন্নতি না হলে তাঁকে ভারতের বিপক্ষে খেলানো হবে না, ‘সে যদি খেলার জন্য প্রস্তুত না হয়, তাহলে আমরা তাকে নিয়ে ঝুঁকি নেব না। যদি প্রস্তুত থাকে, তাহলে আগামীকাল তার খেলার সম্ভাবনা আছে।’

সাকিব যদি খেলেনও এরপরও বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনাই বেশি। ভালো উইকেট ও প্রতিপক্ষের শক্তিশালী ব্যাটিং লাইনআপের কথা ভেবে ভারতের বিপক্ষে বাংলাদেশ একাদশে ষষ্ঠ একজন বোলার খেলানো হতে পারে বলে জানিয়েছেন হাথুরুসিংহে।

অনুশীলনে সাকিব

কে হতে পারেন সেই বোলার? আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে একাদশে ছিলেন মাহমুদউল্লাহ। এর ফলে স্বীকৃত পাঁচ বোলার নিয়ে সে ম্যাচে খেলেছিল বাংলাদেশ। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে ফেরানো হয় অফ স্পিনার মেহেদী হাসানকে, ডেথ ওভারে বেশ ভালো বোলিং করে নিয়েছিলেন ৪ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে অবশ্য আবার তাঁর জায়গায় খেলানো হয় মাহমুদউল্লাহকে। আটে নেমে মাহমুদউল্লাহর অপরাজিত ৪১ রানের ইনিংস বাংলাদেশকে এনে দিয়েছিল ২৪৫ রানের স্কোর।

আজ কি আবারও মাহমুদউল্লাহর জায়গায় মেহেদীকে খেলানো হবে? নাকি ওপেনার তানজিদ হাসানকে বসিয়ে একাদশে একজন বোলার নেবে বাংলাদেশ। সে ক্ষেত্রে ওপেন করতে হবে মেহেদী হাসান মিরাজকে। আবার সুযোগ পেয়ে ভালো করা মেহেদীই খেলবেন ভারত ম্যাচে? এই প্রশ্নটাও থাকছে। কারণ, ভারতের ব্যাটিং লাইনআপে ডানহাতি ব্যাটসম্যানদের আধিক্যের কারণে সুযোগ পেতে পারেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদও। এশিয়া কাপে ভারতের বিপক্ষে দুর্দান্ত করা তানজিম হাসানকে দলে নিয়েও চমকে দিতে পারে বাংলাদেশ। এই বাংলাদেশ যে চমকে দিতেই ভালোবাসে!

বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ দেখায় সেঞ্চুরি করেছেন গিল

বাংলাদেশের বিপক্ষে ভারতের একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। পুনের মাঠ ছোট হাওয়ার কারণে এই ম্যাচে একাদশে থাকতে পারেন শার্দূল ঠাকুর। তবে ভারতের ধারাভাষ্যকার ও বিশ্লেষক হার্শা ভোগলে সংবাদমাধ্যম ক্রিকবাজ–এ বলেছেন, উইকেটে অল্প বাঁক থাকলেও অশ্বিনকে খেলাতে পারে ভারত।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, নাসুম আহমেদ/মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।
ভারতের সম্ভাব্য একাদশ:রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, যশপ্রীত বুমরা।