ফেব্রুয়ারি ভাষার মাস। আজ বিপিএল লিগপর্বের শেষ দিনে ভাষার এই মাসকে ঘিরে বিশেষ আয়োজন করা হয়েছে বিপিএলে। বাংলা বর্ণমালা লেখা পাঞ্জাবি পরে আজ শেরেবাংলা স্টেডিয়ামের মাঠে নেমেছিলেন ধারাভাষ্যকাররা। আতহার আলী খান, আমির সোহেল, শামিম আশরাফ চৌধুরীদের পরনে ছিল কালো পাঞ্জাবি।
বাংলাদেশের সাবেক ক্রিকেটার আতহার আলী খানের পাঞ্জাবির দুই বাহুতে সাদা কাপড় থাকলেও কার্টলি অ্যামব্রোসের পাঞ্জাবি ছিল পুরোপুরি কালো। ফ্রেব্রুয়ারি ভাষার সঙ্গে শোকের মাস বলেই হয়তো কালো রংটা ব্যবহার করা হয়েছে। অন্য তিন ধারাভাষ্যকার রোশান অ্যাবেসিংহে, সমন্বয় ঘোষ ও হিলটন ডিওন অ্যাকেরমানের পরনেও ছিল কালো পাঞ্জাবি। আর বিপিএলের সঞ্চালক ও ভারতের অভিনেত্রী পামেলা সিংয়ের পরনে ছিল সাদা শাড়ি, কালো পাড়। আজ ইংরেজির পাশাপাশি বাংলাতেও ম্যাচের ধারাভাষ্য দিচ্ছেন ধারাভাষ্যকাররা। আসুন দেখে নিই বিশেষ এই আয়োজনের পোশাক পরে কেমন লাগল ধারাভাষ্যকার ও সঞ্চালককে।