আয়ারল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি দল থেকে বাদ পড়লেন আফিফ হোসেন
আয়ারল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি দল থেকে বাদ পড়লেন আফিফ হোসেন

আয়ারল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি দলে নতুন মুখ রিশাদ ও জাকের আলী, বাদ আফিফ

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে নতুন মুখ রিশাদ হোসেন ও জাকের আলী। এ ছাড়া দলে ফিরেছেন শরীফুল ইসলাম। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন, রেজাউর রহমান, নুরুল হাসান, তানভীর ইসলাম।

বাংলাদেশ দল ইংল্যান্ডকে কদিন আগেই ৩-০ ব্যবধানে হারিয়েছে। সফল সিরিজ শেষে দলে এমন আমুল পরিবর্তনের কারণ হিসেবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, ‘ইংল্যান্ডের সঙ্গে আমরা খুবই সফল একটা সিরিজ খেলেছি। আমাদের ক্রিকেটের জন্য মাইলফলক। এখন আয়ারল্যান্ডের বিপক্ষে কিছু প্লেয়ারকে দেখার সুযোগ তৈরি হয়েছে। যে কারণে আমরা কিছু ক্রিকেটার পরিবর্তন করেছি। যারাই এই সিরিজে নেই, তারা চোখের আড়াল হবে না। তাদের জন্য সুযোগ আসবে। আমরা বিশ্বকাপের কথা ভেবে যে প্রস্তুতিটা নিচ্ছি, সেটার জন্য কিছুসংখ্যক ক্রিকেটারকে দেখতে হতো।’

নতুনদের মধ্যে জাকেরকে দলে নেওয়ার পেছনে তাঁর ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স বড় ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন মিনহাজুল। এই উইকেটকিপার ব্যাটসম্যানকে দলে নেওয়ার ব্যাখ্যায় তিনি বলেছেন, ‘জাকেরকে আমরা ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনা করে নিয়েছি। “এ” দলেও সে ভালো করেছে।’

কুমিল্লার হয়ে গত বিপিএলে কয়েকটি কার্যকরী ইনিংস খেলেছেন জাকের আলী

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া জাকের সর্বশেষ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলেছিলেন। সেখানে কয়েকটি ভালো ইনিংস খেলার পুরস্কারই পেয়েছেন বলে মনে করেন ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান, ‘বিপিএলের প্রতিটি ম্যাচ আমি খেলেছি। এর আগের বিপিএলগুলোয় আমি ম্যাচ পাচ্ছিলাম না। এবার ম্যাচ পাওয়ার কারণে আমি বিভিন্ন জায়গায় ব্যাটিং করার সুযোগ পাই। আমি বলব না যে পুরোপুরি ভালো খেলতে পেরেছি। তবে আমি গুরুত্বপূর্ণ কিছু ইনিংস খেলেছি। যেগুলো আমার ক্যারিয়ারের জন্য অনেক ভালো হয়েছে।"

লেগ স্পিনার রিশাদকেও আইরিশদের বিপক্ষে দেখতে চান নির্বাচকেরা, ‘যেহেতু আয়ারল্যান্ডের সঙ্গে খেলা, আমরা রিশাদকে একটু দেখতে চাই। ম্যানেজমেন্টও একজন লেগ স্পিনার চাচ্ছিল। সে জন্যই তাঁকে নেওয়া। সে আমাদের এইচপির সঙ্গে অনেক দিন কাজ করেছে। আশা করি, যারা নতুন এসেছে, তারা যেন সুযোগটা কাজে লাগায়।’

তবে রিশাদের জন্য বাড়তি চাপ হয়ে উঠতে পারে জাতীয় দলে লেগস্পিনার বেশি দিন না টিকতে পারার প্রবণতা। রিশাদ অবশ্য এটিকে চাপ বলতে চান না, ‘সুযোগ পেলে যেন ভালো কিছু করতে পারি, এটাই সবচেয়ে বড় চাপ আর কি। আমি স্বাভাবিকভাবেই নিচ্ছি। স্বাভাবিক আছি।’

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে দলে ফিরেছিলেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। কিন্তু শেষ ম্যাচের দলে রাখা হয়নি তাঁকে। তবে আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সব কটি ম্যাচের দলে তাঁকে ফেরানো হয়েছে। তাঁর ব্যাপারে মিনহাজুল বলেছেন, ‘শরীফুল চোটে ছিল অনেক দিন। চোট থেকে সুস্থ হয়ে একটা প্রক্রিয়ার মধ্যে এসেছে। দলের সঙ্গে ছিল। আমরা ওকে ফিরিয়ে এনেছি।’

বাংলাদেশ টি-টোয়েন্টি দল:

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, জাকের আলী।