অভিষেকের প্রথম বলেই জাকির হাসানের উইকেট নিলেন নিজাত
অভিষেকের প্রথম বলেই জাকির হাসানের উইকেট নিলেন নিজাত

মিরপুর টেস্ট

বাংলাদেশের বিপক্ষে প্রথম বলেই উইকেট, ২১ বছর আগের স্মৃতি ফেরালেন নিজাত

টেস্ট ক্রিকেটে প্রথম বল করবেন নিজাত মাসুদ। তিন স্লিপ ও গালিতে ফিল্ডার রেখেছিলেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। বোঝাই যাচ্ছিল, অনভিজ্ঞ হলেও শুরু থেকেই উইকেট নেওয়ার বোলিং করাই লক্ষ্য নিজাতের। অবশ্য টেস্ট ক্রিকেটে এর অন্যথা ভাবার কারণও নেই। নিজাতও প্রথম বলটাই করলেন একদম ঠিক জায়গায়। হয়ে গেল স্বপ্নের অভিষেক!

ইনিংসের দ্বিতীয় ওভারে নিজাতের প্রথম বলটি অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছিল। খোঁচা দিয়েছিলেন জাকির হাসান। নিজাত আবেদনের বদলে এক রকম উদ্‌যাপনই করেছেন। তবে আম্পায়ার পল রাইফেল শুরুতে আউট দেননি।

আফগানিস্তান এরপর নেয় রিভিউ, আল্ট্রা-এজে দেখা গেছে পরিষ্কার স্পাইক। নিজাত তাই পেলেন আরেকবার উদ্‌যাপনের সুযোগ। এর মধ্য দিয়ে টেস্ট অভিষেকে প্রথম বলেই উইকেটের দেখা পেলেন ২৪ বছর বয়সী এই পেসার। গত বছর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষিক্ত নিজাত টেস্টে ২২তম বোলার হিসেবে এই সংস্করণে নিজের প্রথম বলেই উইকেট পেলেন।

জাকিরের উইকেট নেওয়ার পর আফগানিস্তানের ক্রিকেটাররা

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট নেওয়া দ্বিতীয় বোলার হলেন নিজাত। ২০০২ সালে কলম্বো টেস্টে শ্রীলঙ্কার চামিলা গামাগের প্রথম শিকার ছিলেন মোহাম্মদ আশরাফুল। গামাগে অবশ্য ক্যারিয়ারে আর একটি টেস্টই খেলেছিলেন।

নিজাতের আগে সবশেষ ২০১৬ সালে এই নজির গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার হারডিউস ভিলিয়ন। ইংল্যান্ডের তখনকার অধিনায়ক অ্যালিস্টার কুককে টেস্টে নিজের প্রথম বলেই আউট করেছিলেন। কলপ্যাক চুক্তিতে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে নাম লেখানো ভিলিয়ন প্রোটিয়াদের হয়ে ওই একটি টেস্টই খেলেছিলেন।

টেস্টে ক্যারিয়ারের প্রথম বলে উইকেট নেওয়ার এই তালিকায় সবার আগে নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার টম হোরান। ১৮৮৩ সালে সিডনি টেস্টে ইংল্যান্ডের উইলিয়াম রিডকে প্রথম বলেই আউট করেন তিনি। আয়ারল্যান্ডে জন্মেও অস্ট্রেলিয়ার হয়ে যে দুজন ক্রিকেটার টেস্ট খেলেছেন হোরান তাঁদের একজন।

দ্রুতই ফিরে গেলেন জাকির

বাংলাদেশের কোনো বোলারের টেস্টে এমন কীর্তি নেই। তবে ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম বলে উইকেট পাওয়া ৩০ জনের তালিকায় আছেন বাংলাদেশের মোসাদ্দেক হোসেন। ২০১৬ সালে আফগানিস্তানের বিপক্ষেই প্রথম বলে উইকেট নিয়েছিলেন এ অফ স্পিনার। ওয়ানডেতে সবশেষ এই নজির আরব আমিরাতের আয়ান আফজাল খানের, গত বছর নেপালের বিপক্ষে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম বলে উইকেট নিয়েছেন ২৫ জন। ২০১৯ সালে বাংলাদেশের তাইজুল ইসলাম এই তালিকায় নাম লেখান। জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলরকে এই সংস্করণে নিজের প্রথম বলেই আউট করেছিলেন এ বাঁহাতি স্পিনার।