পাকিস্তানের জাতীয় দল এখন অস্ট্রেলিয়ায়, ১৪ ডিসেম্বর সেখানে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলতে পাকিস্তানের অনূর্ধ্ব–১৯ দল এখন সংযুক্ত আরব আমিরাতে।
তবে পাকিস্তান জাতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় নেই চিকিৎসক। অনূর্ধ্ব–১৯ দলের সঙ্গে নেই ম্যানেজার। জাতীয় দলের চিকিৎসক ও অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার—দুজনই আটকা পড়েছেন ভিসা ও পাসপোর্ট জটিলতায়।
অস্ট্রেলিয়া সফরের জন্য গত ৩০ নভেম্বরই দেশ ছাড়ে পাকিস্তান দল। শান মাসুদদের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চিকিৎসক সোহাইল সালিমের। কিন্তু ভিসা না পাওয়ায় এখনো তিনি সেখানে যেতে পারেননি বলে পিটিআইকে নিশ্চিত করেছে পিসিবির একটি সূত্র, ‘ডাক্তার সালিমের জন্য ভিসার চেষ্টা চালিয়ে যাচ্ছে পিসিবি। সেটা পেলেই পার্থে প্রথম টেস্টের আগে তিনি অস্ট্রেলিয়ায় চলে যাবেন।’
পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মাহমুদ আছেন অনূর্ধ্ব–১৯ দলের টিম ম্যানেজারের দায়িত্বে। এরই মধ্যে দুবাইয়ের টুর্নামেন্টটিতে দুটি ম্যাচ খেলে ফেলেছে পাকিস্তান। তবে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শোয়েব সেখানে যেতে পারেননি।
শুধু দলের সহায়ক সদস্যই নন, খেলোয়াড়ও পড়েছেন জটিলতায়। চোটের কারণে পার্থ টেস্টে খেলা হবে না লেগ স্পিনার আবরার আহমেদের। তাঁর জায়গায় ডাকা হয়েছে অফ স্পিনার সাজিদ খানকে। কিন্তু তিনিও রোববার পর্যন্ত অস্ট্রেলিয়ার ভিসা পাননি। মূলত আবরার প্রথম টেস্টের পরও ফিট না থাকতে পারেন, এমন শঙ্কায় তাঁর বদলি নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ায় গিয়ে প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে খেলার সময় ডান পায়ের হাঁটুতে চোট পেয়েছেন আবরার। তাঁকে চিকিৎসক দলের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পাকিস্তান অস্ট্রেলিয়ার মাটিতে তিনটি টেস্ট খেলবে। ২৬ ডিসেম্বর মেলবোর্নে দ্বিতীয় টেস্ট এবং ৩ জানুয়ারি সিডনিতে শুরু হবে তৃতীয় টেস্ট। অস্ট্রেলিয়ায় টেস্ট খেলে নিউজিল্যান্ডে যাবে পাকিস্তান। যেখানে আরেক নতুন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে ৫টি টি–টোয়েন্টি খেলতে তারা।