এবারের আইপিএল কী দেখেনি!
সর্বোচ্চ ছক্কা, সর্বোচ্চ চার, ওভারপ্রতি সর্বোচ্চ রান—সবকিছুই দেখেছে এবারের আইপিএল। সদ্য শেষ হওয়া এই আইপিএলে ব্যাটসম্যানরা যেভাবে বোলারদের ওপর দাপট দেখিয়েছেন, এর আগে এমন হয়নি একবারও। তবে মুদ্রার অন্য পিঠও আছে।
এমন এক টুর্নামেন্টেও কিছু ক্রিকেটার আছেন, যাঁরা রান করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। এতটাই ব্যর্থ হয়েছেন যে তাঁদের দামের সঙ্গে যদি রানের তুলনা দেওয়া হয়, তাহলে প্রতিটি রানের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে গুনতে হয়েছে লাখ লাখ রুপি!
এই যেমন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। এবারের আইপিএলে ম্যাক্সওয়েলের কী হয়েছিল, সেটা বোধ হয় ব্যাখ্যা করা সম্ভব নয়। একটা মৌসুম তো খারাপ যেতেই পারে, তাই বলে এমন! ম্যাক্সওয়েল এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৯ ইনিংসে করেছেন ৫২ রান (এর মধ্যে এক ইনিংসেই ২৮)—গড় ৫.৭৭! ম্যাক্সওয়েলের দাম ১১ কোটি রুপি—এই হিসাবে তাঁর প্রতিটি রানের জন্য বেঙ্গালুরুর খরচ হয়েছে ২১.১৫ লাখ রুপি।
লক্ষ্ণৌর দেবদূত পাডিক্কালের দাম ৭ কোটি ৭৫ লাখ রুপি। পাডিক্কাল এবারের আইপিএলে ৭ ম্যাচে রান করেছেন মাত্র ৩৮—গড় ৫.৪৩। অর্থাৎ তাঁর প্রতিটি রানের মূল্য ২০.৩৯ লাখ রুপি। কলকাতার নিতিশ রানা এই তালিকায় তৃতীয়। তবে তাতে তাঁর দায় সামান্যই। চোটের কারণে বেশির ভাগ ম্যাচেই খেলতে পারেননি। ৮ কোটি রুপির নিতিশ ম্যাচ খেলেছেন ২টি, রান করেছেন ৩৩। অর্থাৎ তাঁর প্রতিটি রানের মূল্য ১৯ লাখ রুপি।
ভারতের হয়ে এখনো অভিষেক না হওয়া শুভাম দুবেকে কিনতে ৫ কোটি ৮০ লাখ রুপি খরচ করেছিল রাজস্থান রয়্যালস। তবে তাঁকে কাজে লাগাতে পারেনি রাজস্থান। দুবে মাত্র ৩ ইনিংস ব্যাটিং করে রান করতে পেরেছেন ৩৩। সেই হিসাবে তাঁর প্রতিটি রানের মূল্য ১৭.৫৭ লাখ রুপি।
চেন্নাই সুপার কিংস এবার ৮ কোটি ৪০ লাখ রুপিতে দলে নিয়েছিল সামির রিজভিকে। তবে নিজের খেলা প্রথম মৌসুমে সেই অর্থে তেমন কিছুই করতে পারেননি রিজভি। ৫ ইনিংস ব্যাটিং করে রান করেছিলেন মাত্র ৫১। অর্থাৎ তাঁর কাছ থেকে প্রতি ১ রানের জন্য ফ্র্যাঞ্চাইজিকে গুনতে হয়েছে ১৬.৪৭ লাখ রুপি করে।
আবার উল্টো হিসাবটাও করা যায়। অল্প খরচে এবার কাদের কাছ থেকে রান পেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো? এমন একটা তালিকা করলে সবার ওপরে থাকবে গুজরাট টাইটানসের সাই সুদর্শন। মাত্র ২০ লাখ রুপির এই ক্রিকেটার রান করেছেন ৫২৭।
অর্থাৎ তাঁর প্রতিটি রানের পেছনে গুজরাটের খরচ হয়েছে মাত্র ৩৭৯৫ রুপি।
পাঞ্জাব কিংসের শশাঙ্ক সিংয়ের মূল্যও ছিল ২০ লাখ রুপি। এই ব্যাটসম্যান এবারের আইপিএলে করেছেন ৩৫৪ রান। তাতে তাঁর প্রতিটি রানের মূল্য ৫৬৪৯ রুপি করে। আইপিএলে আলোড়ন তোলা জ্যাক ফ্রেসার ম্যাগার্কের মূল্যও ছিল ২০ লাখ রুপি।
এবারের আইপিএলে ফ্রেসার ম্যাগার্কের ব্যাট থেকে এসেছে ৩৩০ রান। তাঁর প্রতিটি রানের জন্য দিল্লি ক্যাপিটালসের খরচ হয়েছে ৬০৬০ রুপি করে। তালিকার পরের দুজন ২০ লাখ রুপির আরও দুই ক্রিকেটার অভিষেক পোরেল ও নিতিশ রেড্ডি। দিল্লির হয়ে ৩২৭ রান করা অভিষেকের রানপ্রতি ফ্র্যাঞ্চাইজির খরচ ৬১১৬ আর হায়দরাবাদের হয়ে ৩০৩ রান করা নিতিশের রানপ্রতি মূল্য ৬৬০০ রুপি।