৩৭ রানে ৫ উইকেট নেন অর্শদীপ সিং
৩৭ রানে ৫ উইকেট নেন অর্শদীপ সিং

অর্শদীপের ৫ উইকেট, অস্বস্তির রেকর্ড দক্ষিণ আফ্রিকার

এর আগে তিনটি ওয়ানডে খেলেছেন অর্শদীপ সিং। দুটিতে বোলিং করলেও উইকেটের দেখা পাননি। সেই অর্শদীপই আজ নিজের প্রথম ওভারে তুললেন টানা ২ উইকেট, শেষ পর্যন্ত ইনিংসে ৫ উইকেটও।

জোহানেসবার্গে অর্শদীপের উইকেটশিকারী হয়ে ওঠার দিনে অস্বস্তিকর রেকর্ডের মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করতে নেমে মাত্র ২৭.৩ ওভারে ১১৬ রানে গুটিয়ে গেছে এইডেন মার্করামের দল। ঘরের মাঠে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন রান এটি। এর আগে ২০১৮ সালে ভারতের বিপক্ষেই ১১৮ রানে গুটিয়ে গিয়েছিল দলটি।

শুধু সর্বনিম্ন দলগত রানই নয়, তার আগে ঘরের মাঠে সবচেয়ে কম রানে ৬ উইকেটও হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। অর্শদীপ ও আবেশ খানের তোপে মাত্র ৫২ রানেই ৬ উইকেট হারায় দলটি। এর আগে দলটি সর্বনিম্ন ৬৬ রানে ৬ উইকেট হারিয়েছিল ২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

চার উইকেট নেন আবেশ খান

অর্শদীপ ইনিংসের দ্বিতীয় ওভারে টানা দুই বলে ফেরান রিজা হেনড্রিকস ও রেসি ফন ডার ডুসেনকে। তৃতীয় উইকেটে এইডেন মার্করামকে নিয়ে শুরুর এই ধাক্কা কিছুটা হলেও সামলে নেন টনি ডি জর্জি। অর্শদীপের তৃতীয় শিকার হয়ে জর্জি যখন আউট হন, দক্ষিণ আফ্রিকার রান ৪২।

কিন্তু দশম ওভারের শেষ বল আর এগারতম ওভারের প্রথম দুই বল— টানা তিন বলে উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ড চেহারা হয় ৬ উইকেটে ৫২ রানে!

এই ৬ উইকেটে চারটিই অর্শদীপের, দুটি আবেশের। অর্শদীপ পরে তুলে নেন আন্দিলে ফিওকায়োর উইকেটও।

চতুর্থ ভারতীয় হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ৫ উইকেট নিয়েছেন অর্শদীপ সিং

ব্যাটিং বিপর্যয়ে পড়া দক্ষিণ আফ্রিকার ইনিংসে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংসটি আসে ফিওকায়োর ব্যাট থেকেই। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান জর্জির। অর্শদীপ ৫ উইকেট নেন ১০ ওভারে ৩৭ রান দিয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে পাঁচ উইকেট নেওয়া চতুর্থ ভারতীয় তিনি।

ডানহাতি পেসার আভেশ নেন ৮ ওভারে ২৭ রানে নেন ৪ উইকেট, যা ষষ্ঠ ওয়ানডে খেলতে নামা এই পেসারের ক্যারিয়ার–সেরা।