আইপিএল ক্যারিয়ারে শুধু পাঞ্জাব কিংসেই খেলেছেন অর্শদীপ সিং
আইপিএল ক্যারিয়ারে শুধু পাঞ্জাব কিংসেই খেলেছেন অর্শদীপ সিং

প্রতি বলের জন্য তিনি পাবেন ৫ লাখ ৩৬ হাজার রুপি

রানআপ নিয়ে একটা করে বল ডেলিভারি দেবেন তিনি। সেই বলে অনেক কিছুই হতে পারে। ব্যাটসম্যান আউট হতে পারেন, ডট হতে পারে, আবার ১, ২, ৩ বা চার–ছক্কাও হতে পারে। দলের জন্য ভালো হোক বা মন্দ, এই প্রতিটি ডেলিভারির জন্য তিনি পাবেন ৫ লাখ ৩৬ হাজার রুপি। এই সংখ্যা ন্যূনতম। প্রতিটি ডেলিভারির দাম সাড়ে ৫–৬ লাখ রুপিও হয়ে যেতে পারে।

সামনের আইপিএলে এমনই দামি সব বল করবেন অর্শদীপ সিং। ভারতের হয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতা এই বাঁহাতি পেসার নিলামে যে দামে বিক্রি হয়েছেন, আর মাঠে তাঁর সম্ভাব্য যে ভূমিকা, সেটির যোগ–বিয়োগই বলে দিচ্ছে এমন হিসাব।

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলামে অর্শদীপকে ১৮ কোটি রুপি দিয়ে কিনেছে প্রীতি জিনতার পাঞ্জাব কিংস। সর্বশেষ ৬ মৌসুমে তিনি পাঞ্জাবেই খেলেছেন। ৬৫ ম্যাচে ওভারপ্রতি ৯.০২ রান খরচে নিয়েছেন ৭৬ উইকেট। এবারের নিলামের আগে তাঁকে ধরে রাখার সুযোগ ছিল পাঞ্জাবের। যেকোনো কারণেই হোক, সেটি পাঞ্জাব করেনি বা হয়নি। তবে নিলাম থেকে সেই অর্শদীপকে আবার দলে ভিড়িয়েছে দলটি।

নিলামে ২৫ বছর বয়সী অর্শদীপের জন্য ১৫ কোটি ৭৫ লাখ রুপি দাম হাঁকিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। এ ধরনের পরিস্থিতিতে আগের দল চাইলে একটা দাম ধরে রেখে দিতে পারে। পাঞ্জাব সেটিই করেছে ১৮ কোটি রুপি দাম উঠিয়ে। মেগা নিলাম শেষে দেখা যায়, এবারের অর্শদীপ চতুর্থ সর্বোচ্চ দাম পাওয়া খেলোয়াড়, পেসারদের মধ্যে সর্বোচ্চ।

সবচেয়ে বেশি ২৭ কোটি দাম পাওয়া ঋষভ পন্ত ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের তুঙ্গে ছিলেন। ব্যাটিং–নির্ভর আইপিএলে তাঁর এমন দাম অপ্রত্যাশিতও ছিল না। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ কোটি ৭৫ লাখ রুপি দাম ওঠা শ্রেয়াস আইয়ার ব্যাটসম্যান হিসেবে তো বটেই, গতবারের চ্যাম্পিয়ন কলকাতাকে নেতৃত্ব দেওয়ার সুবাদে অধিনায়ক হিসেবেও সফল। আর তৃতীয় সর্বোচ্চ ২৩ কোটি ৭৫ লাখ রুপি দাম পাওয়া ভেঙ্কটেশ আইয়ার ব্যাটিং–বোলিং দুটিই পারেন।

পাঞ্জাব কিংসের হয়ে ৬ মৌসুম খেলেছেন অর্শদীপ সিং

কিন্তু এই তিনজনের তুলনায় অর্শদীপের উপযোগিতা একপক্ষীয়। শুধু বোলিংটাই করেন। ব্যাটিংয়ে দল তাঁকে এতটাই অনুপযুক্ত মনে করে যে গত মৌসুমে ১৪ ম্যাচ খেলে মাত্র ১ ইনিংস ব্যাট করার সুযোগ পেয়েছেন। বাকি সময়ে তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বদলি করা হয়েছে। আইপিএলে তাঁর ব্যাটিং–সামর্থ্য ফুটিয়ে তুলতে আরেকটা তথ্য যথেষ্ট—৬৫ ম্যাচের মধ্যে ব্যাট করেছেন মাত্র ১২ বার, তাতে রান মোটে ২৯।

বোঝাই যাচ্ছে, অর্শদীপকে শুধু বোলিংয়ের জন্যই নিয়েছে পাঞ্জাব। প্রতিটি দল লিগ পর্বে খেলে ১৪ ম্যাচ। অর্শদীপ যে লিগ পর্বে সেই ১৪ ম্যাচেই খেলবেন এবং প্রতিটিতে ৪ ওভার করে বোলিং করবেন, তার নিশ্চয়তা নেই। আবার দল প্লে অফে ও ফাইনালে গেলে ম্যাচের সংখ্যা বাড়তেও পারে। সব মিলিয়ে হিসাবের ক্ষেত্রে আপাতত ১৪ ম্যাচ বিবেচনায় নেওয়াই শ্রেয়।

অর্শদীপকে খেলানো হয় শুধু বোলিংয়ের জন্য

অর্শদীপ এই ১৪ ম্যাচের প্রতিটিতে ৪ ওভার করে বল করলে পুরো আইপিএলে তাঁর মোট ডেলিভারি হবে ৩৩৬টি। ১৮ কোটি রুপি দামের সঙ্গে ডেলিভারির সংখ্যা বিবেচনায় নিলে অর্শদীপের প্রতিটি বলের দাম পড়বে ৫ লাখ ৩৬ হাজার রুপি করে। সব ম্যাচ না খেললে বা প্রতি ম্যাচে ৪ ওভার করে বোলিং না করলে প্রতি ডেলিভারির দাম যে আরও বাড়বে, তা তো বুঝতেই পারছেন।