কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে কাল মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাস। এ ম্যাচে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবের সঙ্গে পেরে ওঠেননি লিটন।
ম্যাচে সাকিবের বলেই আউট হয়েছেন লিটন। তাঁর দলও হেরেছে। ব্যাটে-বলে সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সে লিটনের সারে জাগুয়ার্সকে ৫ উইকেটে হারিয়েছে সাকিবের মন্ট্রিয়েল টাইগার্স।
টসে জিতে ফিল্ডিং নেয় মন্ট্রিয়েল টাইগার্স। শুরুতেই সারে জাগুয়ার্সকে চাপে ফেলে তারা। দ্বিতীয় ওভারেই ইংল্যান্ডের অ্যালেক্স হেলসকে আউট করে সারে জাগুয়ার্সকে শুরুর ধাক্কাটা দেন পাকিস্তানের বোলার কালিম সানা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।
ইনিংসের পঞ্চম ওভারে লিটনকে আব্বাস আফ্রিদির ক্যাচ বানান সাকিব। আউট হওয়ার আগে ১ ছয়ে ১১ বলে ৯ রান করেন লিটন। সাকিব এরপর আরও ২টি উইকেট নেন। সব মিলিয়ে ৪ ওভারে ১৮ রান দিয়ে তাঁর উইকেট ৩টি। সারে জাগুয়ার্স ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৩৬ রান।
বলের পর ব্যাট হাতেও ভালো খেলেছেন সাকিব। তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৩ বলে ৪টি চার ও ১টি ছয়ে করেছেন ২৬ রান। ৯ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মন্ট্রিয়েল টাইগার্স। তবে ম্যাচসেরার পুরস্কার সাকিব পাননি। সেরার পুরস্কার জিতেছেন ৩১ বলে অপরাজিত ২৮ রান করা মন্ট্রিয়েলের ব্যাটসম্যান দিলপ্রীত সিং।