টেস্টের নতুন এক নম্বর খেলোয়াড় হ্যারি ব্রুক
টেস্টের নতুন এক নম্বর খেলোয়াড় হ্যারি ব্রুক

আইসিসি র‍্যাঙ্কিং

‘বিশ্বের সেরা খেলোয়াড়’ ব্রুকই এখন টেস্টের এক নম্বর ব্যাটসম্যান

ওয়েলিংটন টেস্ট শেষেই জো রুট বলে দিয়েছিলেন এই মুহূর্তে হ্যারি ব্রুকই বিশ্বের সেরা খেলোয়াড়। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এটাও বলেছিলেন তাঁর জুনিয়র সতীর্থের ধারেকাছেও কেউ নেই এই সময়ে।

রুটের মৌখিক স্বীকৃতির পর কাগজে-কলমেও বিশ্বসেরার স্বীকৃতিটা পেয়ে গেলেন ব্রুক। আইসিসি র‍্যাঙ্কিংয়ে ব্রুকই এখন টেস্টে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। আজ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠে এলেন দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটসম্যান। ব্রুক শীর্ষস্থান কেড়েছেন রুটেরই! দুজনের পার্থক্যটা মাত্র ১ পয়েন্টের।

গত সপ্তাহে রুটের পেছনে থেকে দুইয়ে ছিলেন ব্রুক। ওয়েলিংটন টেস্টের দুই ইনিংসে ১২৩ ও ৫৫ রান করে দলকে ৩২৩ রানে জয় এনে দিতে বড় ভূমিকা রাখেন ব্রুক। ২৩ টেস্টের ক্যারিয়ারে এটি ছিল ব্রুকের অষ্টম সেঞ্চুরি। ওই ম্যাচে প্রথম ইনিংসে ৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১০৬ রান করেন রুট। সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ব্রুকের পয়েন্ট ৮৯৮, রুটের ৮৯৭।

সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বলার মতো এগিয়েছে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা। অ্যাডিলেডে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে ছয় ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছেন হেড। গেবেখায় শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া ফিফটি পাওয়া প্রোটিয়া অধিনায়ক বাভুমা তিন ধাপ এগিয়ে উঠেছেন সাতে। শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস এক ধাপ এগিয়ে উঠেছেন ছয়ে।

কিংস্টন টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে মহাকাব্যিক ইনিংস খেলেন জাকের আলী

টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন জাকের আলী। কিংস্টনে দ্বিতীয় ইনিংসে ৯১ রান করে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখা জাকের ২১ ধাপ এগিয়ে উঠেছেন ৬৩ নম্বরে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৬ ধাপ এগিয়ে উঠেছেন ৬২ নম্বরে। কিংস্টনে ৬৪ ও ৪৬ রান করা ওপেনার সাদমান এগিয়েছেন ২৩ ধাপ, উঠেছেন ৭৪ নম্বরে।

টেস্ট বোলিংয়ে এক নম্বর জায়গাটা ধরে রেখেছেন ভারতের যশপ্রীত বুমরা। শীর্ষ দশে বড় পরিবর্তন বলতে প্যাট কামিন্স ও রবিচন্দ্রন অশ্বিনের জায়গা বদল। অশ্বিনকে পাঁচে ঠেলে চারে উঠেছেন কামিন্স।

বাংলাদেশের বোলারদের মধ্যে তিন ধাপ এগিয়ে ২১-এ উঠেছেন তাইজুল ইসলাম। মিরাজ আছেন আগের মতোই ২৭-এ। তাসকিন তিন ধাপ এগিয়ে উঠেছেন ৪৯ নম্বরে। হাসান মাহমুদ সাত ধাপ এগিয়ে উঠেছেন ৫১ নম্বরে। ১৫ ধাপ এগিয়ে ৭৩ নম্বরে উঠে এসেছেন কিংস্টনে গতির ঝড় তুলে ৬ উইকেট নেওয়া নাহিদ রানা।

জ্যামাইকায় গতির ঝড় তুলে ক্যারিবীয় কিংবদন্তির দৃষ্টি কেড়েছেন নাহিদ রানা

মিরাজ অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে উঠেছেন দুই নম্বরে । তার ওপরে আছেন শুধু ভারতের রবীন্দ্র জাদেজা।

ওয়ানডেতে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে মিরাজ আগের মতোই চারে আছেন। ব্যাটিংয়ে দু্ই ধাপ এগিয়েছেন টানা তিন ওয়ানডেতে ফিফটি করা মাহমুদউল্লাহ, উঠেছেন ৪০ নম্বরে। মিরাজ ব্যাটিংয়ে এগিয়েছেন নয় ধাপ, উঠেছেন ৮১ নম্বরে। বোলিংয়ে মিরাজ সাত ধাপ পিছিয়ে নেমে গেছেন ৩০ নম্বরে।