ছোট দুই সন্তানকে নিয়ে প্রথমবারের মতো শেরেবাংলা স্টেডিয়ামের মাঠে সাকিব আল হাসান। একটু দূরেই সাকিবের বড় মেয়ে আলাইনা
ছোট দুই সন্তানকে নিয়ে প্রথমবারের মতো শেরেবাংলা স্টেডিয়ামের মাঠে সাকিব আল হাসান। একটু দূরেই সাকিবের বড় মেয়ে আলাইনা

আলাইনাকে মাঠে নামাতে যা করলেন সাকিব

‘সাকিব ভাই…।’ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আন্তর্জাতিক গ্যালারি থেকে একদল কিশোরীর চিৎকার।

মাঝমাঠ থেকে মেয়েদের প্রথম চিৎকারটা সম্ভবত কানে পৌঁছাল না সাকিব আল হাসানের। এরপর আবার ‘সাকিব ভাই…।’ না, এবারও শোনেননি সাকিব। এরপর আরেকবার। এবার তিনি শুনলেন, তাকালেনও।

কিশোরীরা হাতের ইশারায় সাকিবকে ডাকল তাদের কাছে যেতে। ওদিকে সাকিব হাতের ইশারায় ডেকে বলেন, ‘তোমরা মাঠে আসো।’ সেই ইশারা দেখে মেয়েরা হইহই করে মাঠের দিকে ছুটল। কয়েকজন তো ঢুকেও পড়ল। কিন্তু এর পরপরই মাঠের নিরাপত্তাকর্মীরা থামিয়ে দিল তাদের।

এই মেয়েরা সবাই ক্রিকেটার। প্রথম বিভাগ ক্রিকেটে খেলছে এবার। প্রথম বিভাগের বাছাইপ্রক্রিয়ায় অংশ নিতে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিল তারা। সেখানেই তাদের জন্য বড় চমক হয়ে ধরা দিলেন সাকিব।

চোখের সমস্যা নিয়ে বিপিএল শেষ করা সাকিব খেলছেন না শ্রীলঙ্কা সিরিজে। আপাতত তার উদ্দেশ্য শেখ জামাল ক্রীড়া চক্রের হয়ে পরশু শুরু হতে যাওয়া প্রিমিয়ার ক্রিকেট লিগটা ভালোভাবে খেলা। নিজেকে পুরোপুরি ফিরে পেতে তিনি এখন ঘরোয়া ক্রিকেটকেই ভরসা মানছেন।

তিন সন্তানকে নিয়ে বাবা সাকিবের মাঠে বিচরণ। মেয়েরা খেলায় মত্ত

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ একই দিনে ছিল প্রিমিয়ার ক্রিকেট লিগের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। ট্রফি নিয়ে অধিনায়কদের ফটোসেশনও হলো। কিন্তু ওই সময়ই ফটোসাংবাদিক এবং টেলিভিশন ক্রুদের ক্যামেরার লেন্স বারবার ঘুরে যাচ্ছিল মাঠের দূর প্রান্তে, যেখানে সাকিব খেলায় মেতেছেন একমাত্র পুত্র ও ছোট কন্যার সঙ্গে। বড় কন্যা আলাইনা তখন ড্রেসিংরুমে বাবা আর ভাই-বোনদের খেলার দর্শক।

খেলা বলতে উদ্দেশ্যহীন ছোটাছুটি, কখনো সেই ছোটাছুটির সঙ্গী একটা ফুটবল, কখনো বাবা সাকিব। সাকিবের ছোট দুই সন্তানের মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আসা এটাই প্রথম। তবে আলাইনা আগেও এসেছে।

সে জন্যই কি না, মাঠে নামায় তার আগ্রহ কম মনে হলো। ড্রেসিংরুমে একা বসে থাকাটাই যেন বেশি উপভোগ্য। কিন্তু বাবা তো খেলোয়াড়! মেয়ে ড্রেসিংরুম অব্দি এসে বসে থাকবে, মাঠে নামবে না—তা কী করে হয়!

ফুটবল নিয়ে সাকিব নিজেও সন্তানদের সঙ্গে খেললেন কিছুক্ষণ

একটু পর সাকিব নিজেই মাঠ ছেড়ে উঠে এলেন ড্রেসিংরুমে। আলাইনার পাশে গিয়ে বসলেন। অনেক বুঝিয়ে-সুজিয়ে তারপর মাঠে আনলেন তাকে। আর একবার মাঠে নামলে দৌড় দেবে না কোন শিশু! আলাইনাও একটু পর মিশে গেল ভাই-বোনদের খেলায়। বাবা সাকিব সফল। তিন সন্তানই তাঁর সঙ্গে খেলায় মত্ত।

মিরপুরে আজ ঘটনার অভাব ছিল না। বোর্ড সভা ছিল ৩১ মার্চের বার্ষিক সাধারণ সভা সামনে রেখে। সভা শেষে সংবাদ সম্মেলন, যেখানে বার্ষিক সাধারণ সভার চেয়েও বেশি গুরুত্ব পেল বিশ্বকাপ পারফরম্যান্স খতিয়ে দেখতে গঠিত বিশেষ কমিটির প্রতিবেদন আর তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রসঙ্গ। এরপর মাঠেই প্রিমিয়ার লিগের ফটোসেশন আর সিসিডিএম প্রধান মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরীর সংবাদ সম্মেলন। কিন্তু সব হটিয়ে দিন শেষে মাঠের দখলে পুত্র-কন্যাসমেত সাকিব।