বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে সাবেক পরিচালকেরা
বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে সাবেক পরিচালকেরা

ফারুকের কাছে বিসিবির দুর্নীতির তদন্ত দাবি সাবেক পরিচালকদের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক কয়েকজন পরিচালকদের সঙ্গে আজ বৈঠক করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ২০০১ থেকে ২০০৫ সালের মধ্যে বিভিন্ন সময় বোর্ডে দায়িত্ব পালন করেছেন, এমন পরিচালকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে আজ দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে এ সভা হয়েছে।

বিসিবিপ্রধানের সঙ্গে তখন ছিলেন বিসিবির পরিচালক নাজমূল আবেদীন। বৈঠকে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও।

সাবেক পরিচালকদের বাংলাদেশের ক্রিকেট নিয়ে নিজের ভাবনা ও পরিকল্পনার কথা জানিয়েছেন ফারুক আহমেদ। বোর্ড সভাপতিকেও সাবেকেরা জানিয়েছেন তাঁদের মতামত। বিসিবির সাবেক সহসভাপতি শাহ নুরুল কবির শাহীনের নেতৃত্বে বৈঠকে সাবেক পরিচালক কাজী মহিউদ্দিন বুলবুল, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, শফিকুল ইসলাম, শহিদুজ্জামান শহীদ, কাইয়ুম চৌধুরী, মো. জাহিদ হোসেন, আসাদুজ্জামান ও ক্রীড়া উন্নয়ন পরিষদের সদস্য আবদুল মজিদ উপস্থিত ছিলেন।

বিসিবির সাবেক পরিচালক শাহ নুরুল কবির শাহীন

বৈঠক শেষে সংবাদমাধ্যমকে শাহ নুরুল কবির শাহীন বলেন, ‘আমরা ক্রিকেট খেলেছি, ক্রিকেট সংগঠক ছিলাম, এখনো আছি। সুতরাং ক্রিকেটের মায়া আমরা ত্যাগ করতে পারব না। আমরা বিসিবিপ্রধানকে সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়ে গেলাম।’

মহিউদ্দিন বুলবুল বলেন, ‘একটা সময় আমাদের ক্রিকেট বোর্ড থেকে চলে যেতে হয়েছিল। কিন্তু যেহেতু আমরা সংগঠক, সে জন্যই ক্রীড়া উন্নয়ন পরিষদের পক্ষ থেকে এ বোর্ডকে সমর্থন জানাতে এসেছি। ভবিষ্যতে খেলার উন্নয়নে আমাদের সমর্থন থাকবে।’

আরেক সাবেক পরিচালক কাইয়ুম চৌধুরী ক্রিকেট বোর্ডের গত ১৭ বছরের দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবি করে বলেছেন, ‘ক্রিকেট বোর্ডে ব্যাপক দুর্নীতি হয়েছে ১৭ বছরে। আমরা নির্বাচিত একটা বোর্ড ছিলাম, আমাদের জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছিল। এরপর যাঁরাই দায়িত্বে ছিলেন, ব্যাপক দুর্নীতি হয়েছে। আমরা বর্তমান সভাপতির কাছে বলে এসেছি, বোর্ডের দুর্নীতির একটা পত্র প্রকাশের জন্য। কীভাবে এত দুর্নীতি হলো, তার সুষ্ঠু তদন্ত চাই।’