এই হাতে কী আছে, সেটিই কি শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার কাছে জানতে চাইলেন ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া
এই হাতে কী আছে, সেটিই কি শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার কাছে জানতে চাইলেন ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া

টি-টোয়েন্টি সিরিজ

সাঙ্গা–জয়ার রেকর্ড ভেঙে শ্রীলঙ্কাকে জেতালেন শানাকা

দাসুন শানাকা যখন ক্রিজে এলেন ১৩.৪ ওভারে শ্রীলঙ্কার রান ৪ উইকেটে ১১০। ৬ ওভার ২ বল পর দলের রানটাকে ২০৬ বানিয়ে ড্রেসিংরুমে ফিরলেন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক। পুনেতে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বড় এক রেকর্ডও গড়েছেন শানাকা। শ্রীলঙ্কান ক্রিকেটের দুই মহিরুহ কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনেকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন ২০ বলে ৫০ ছোঁয়া শানাকা। সাঙ্গা ও জয়া ফিফটি পেয়েছিলেন ২১ বলে।  

ম্যাচটা ১৬ রানে জিতে তিন ম্যাচ সিরিজে সমতাও ফিরিয়েছে শানাকার শ্রীলঙ্কা। সূর্যকুমার যাদব ও অক্ষর প্যাটেলের ঝড় উঠলেও তা যথেষ্ট হয়নি ভারতকে জেতাতে। রান তাড়ায় ভারত থেমেছে ৮ উইকেটে ১৯০ রান তুলে।

রান তাড়ায় শেষ ওভারে ৪ উইকেট হাতে রেখে ভারতের ২১ রান দরকার ছিল। উইকেটে ছিলেন শানাকার মতোই ২০ বলে ফিফটি করা অক্ষর প্যাটেল ও প্রথম ১২ বলে ২৫ রান তোলা শিবম মাভি। প্রথম ১৯ ওভারে একটি বলও না করা শানাকাই এগিয়ে এলেন বোলিং করতে। ব্যাটিংয়ের মতো বোলিংয়ে বাজিমাত করলেন শানাকা। ওভারে মাত্র ৪ রান খরচ করে প্যাটেল ও মাভি, দুজনকেই ফেরালেন লঙ্কা দলপতি।

মাহেলা জয়াবর্ধনে ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ও কুমার সাঙ্গাকারা ২০০৯ সালে ভারতের বিপক্ষে ২১ বলে ফিফটি করেছিলেন টি–টোয়েন্টিতে।
২০ বলে ফিফটি করার পথে আরকেটি ছক্কা শানাকার

ভারত যে জয়ে চোখ রেখে শেষ ওভারটা শুরু করতে পারবে তা অবশ্য প্রথম ১২ পর্যন্ত মনে হয়নি। ১৩তম ওভার শুরুর আগে ভারতের রান ছিল ৫ উইকেটে ৮৫। শেষ ৮ ওভারে ১২২ রান করতে হতো জিততে।

উইকেটে থাকা সূর্যকুমার যাদব ও অক্ষর প্যাটেল কী দারুণভাবেই না কঠিন এই সমীকরণে মেলানোর চেষ্টা করলেন। ১৩ থেকে ১৯—এই ৭ ওভার ১০১ রান তুলল ভারত। ১৬তম ওভারের পঞ্চম বলে সুর্যকুমার ফিরলেন ৩৬ বলে ৩টি করে চার-ছক্কায় ৫১ করে। ২৫ বলে ৫৯ রান—সমীকরণটা তখন অনেকটাই ‘সহজ’। সূর্য ফেরার আগেই ২০ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম ফিফটি করে ফেলেছেন অক্ষর।

সূর্যকুমার ফেরার পর অবশ্য অক্ষরের ব্যাটের তেজ একটু কমে যায়। ৩১ বলে ৬৫ করার পথে ৬টি ছক্কা মারা অক্ষর শেষ ১১ বলে মাত্র ১৫ রান নিতে পারেন । তবে মাভির ১২ বলে ২৬ রান ভারতকে আশা দেখিয়ে যাচ্ছিল। কিন্তু শানাকাই শেষ পর্যন্ত জিতলেন।

২০ বলে ফিফটি করেছেন ভারতের অক্ষর প্যাটেলও

ব্যাট হাতে ২২ বলে ৫৬ করার পথে ৬টি ছক্কা মেরেছেন শানাকা। শিবম মাভির করা ইনিংসের শেষে ওভারের চতুর্থ বলে যার পঞ্চমটি মেরেই সাঙ্গা-জয়ার রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

শ্রীলঙ্কার ইনিংসে এ ছাড়া ব্যাটকে চাবুক বানিয়েছেন কুশল মেন্ডিস ও চারিত আসালাঙ্কাও। ব্যাটিং উদ্বোধন করা কুশল ৩১ বলে ৪ ছক্কায় ৫২ ও আসালাঙ্কা ৪ ছক্কায় ১৯ বলে করেছেন ৩৭ রান।

আগামী শনিবার রাজকোটে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি।