হারিস রউফ, যাঁর কেন্দ্রীয় চুক্তি বাতিল করেছে পিসিবি
হারিস রউফ, যাঁর কেন্দ্রীয় চুক্তি বাতিল করেছে পিসিবি

টেস্ট খেলতে না চাওয়ায় রউফের চুক্তি বাতিল করল পিসিবি

অস্ট্রেলিয়া সফরে টেস্ট খেলতে না চাওয়ায় ফাস্ট বোলার হারিস রউফের কেন্দ্রীয় চুক্তি বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির কমিটির ‘পুঙ্খানুপুঙ্খ শুনানি প্রক্রিয়া’ এবং ‘সংশ্লিষ্ট সবার মত বিবেচনায়’ এনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ বছরের ৩০ জুন পর্যন্ত বিদেশের কোনো লিগে তাঁকে খেলতে দেওয়ার অনুমতি দেওয়া হবে না বলেও জানিয়েছে পিসিবি।

২০২২ সালে একটি টেস্ট খেলা রউফকে সম্প্রতি অস্ট্রেলিয়া সফরের দলে চেয়েছিল পাকিস্তান। তবে শুরুতে সম্মত হলেও পরে নিজেকে সে সফর থেকে সরিয়ে নেন, এমন দাবি করেছিলেন তখনকার নতুন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ। যদিও সে সময় অস্ট্রেলিয়াতে বিগ ব্যাশ লিগ খেলেন রউফ। শুরুতে সে লিগে খেলতে অনাপত্তিপত্র দিতে বিলম্বিত করলেও পরে সেটি তাঁকে দেয় পিসিবি।

নাসিম শাহর চোটের পর শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে অনভিজ্ঞ এক পেস আক্রমণ নিয়ে খেলে পাকিস্তান। আমের জামালরা আলো ছড়ালেও ৩ টেস্টের সিরিজের ধবলধোলাই হয় তারা।

পাকিস্তানি পেসার হারিস রউফ

রউফের চুক্তি বাতিলের সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান টেস্ট দলে যুক্ত হতে চাননি রউফ। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। এরপর ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে রউফের কেন্দ্রীয় চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও বলা হয়েছে, ‘বিচারের নীতি অনুসারে’ রউফকে ব্যক্তিগত শুনানির সুযোগ করে দেওয়া হয় গত ৩০ জানুয়ারি। তবে তাঁর দিক থেকে সন্তোষজনক কিছু খুঁজে পায়নি পিসিবি। ‘পিসিবি বলে, পাকিস্তানের হয়ে খেলে চূড়ান্ত সম্মান ও সুযোগ কোনো খেলোয়াড়ের জন্য। মেডিকেল রিপোর্ট বা ন্যায্য কারণ ছাড়া টেস্ট স্কোয়াডের অংশ হতে অস্বীকৃতি কেন্দ্রীয় চুক্তির শর্তের লঙ্ঘন’—বলেছে পিসিবি।

আজ রউফের চুক্তি বাতিল পাকিস্তান ক্রিকেটের দ্বিতীয় বড় ঘটনা। এর আগে টিম ডিরেক্টর ও ভারপ্রাপ্ত প্রধান কোচ মোহাম্মদ হাফিজকে ‘ধন্যবাদ দিয়ে বিদায় জানায়’ তারা।

সম্প্রতি ১৫ মাসের মধ্যে পঞ্চম চেয়ারম্যান হিসেবে পিসিবিতে এসেছেন সৈয়দ মহসিন রাজা নাকভি।