১৪৫ রান করেছেন খুলনার ওপেনার অমিত মজুমদার
১৪৫ রান করেছেন খুলনার ওপেনার অমিত মজুমদার

সিলেটে এনামুল–অমিতের সেঞ্চুরি, বগুড়ায় খালেদ-রেজাউরদের দাপট

প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪তম সেঞ্চুরি পেতে পারতেন দ্বিতীয় রাউন্ডেই। বরিশালের বিপক্ষে নিজের ঘরের মাঠ শেখ আবু নাসের স্টেডিয়ামে ৯৫ রান করে আউট হয়েছিলেন এনামুল হক। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় রাউন্ডে সেই ভুল শুধরে ঢাকা মহানগরের বিপক্ষে এনামুল খেলেছেন ১২৫ রানের ঝলমলে ইনিংস। ১৪৫ রান এসেছে খুলনা বিভাগের আরেক ওপেনার অমিত মজুমদারের ব্যাট থেকে। দুজনের সৌজন্যে খুলনা বিভাগ প্রথম দিন শেষে করেছে ৬ উইকেটে ৩৫৮ রান।

বগুড়ায় দিনের আরেক ম্যাচে রংপুরের বিপক্ষে দাপট দেখিয়েছেন সিলেটের পেসাররা। খালেদ আহমেদ, রেজাউর রহমান ও আবু জায়েদ ৩টি করে উইকেট নিয়ে রংপুরকে অলআউট করে দেন ১৫৮ রানে।

এনামুল-অমিতের সেঞ্চুরি

জাতীয় লিগের তৃতীয় রাউন্ড থেকে ব্যবহার করা হচ্ছে ইংল্যান্ড থেকে আসা নতুন ডিউক বল। ধারণা করা হচ্ছিল, নতুন ডিউক বল ব্যাটসম্যানদের কাজটা কঠিন করে তুলবে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকার বোলিং দেখে তা মনে হয়নি। এনামুল ও অমিত উদ্বোধনী জুটিতেই যোগ করেছে ২৩০ রান। এনামুল ফেরার পর অমিত দ্বিতীয় উইকেটে আরও ৯৬ রান যোগ করেন ইমরুল কায়েসকে নিয়ে।

সেঞ্চুরি পেয়েছেন এনামুল হকও

এনামুলের ১২৫ রান আসে ১৬৯ বলে। ১৩টি চার ও ৩টি ছক্কা ছিল তাঁর ইনিংসে। অমিত ২৩৪ বল খেলে করেছেন ১৪৫ রান। ১৪টি চার ও ৩টি ছক্কা ছিল তাঁর ইনিংসে। ৩২ রান যোগ করতেই ৫ উইকেট হারিয়েছে খুলনা। দিন শেষে খুলনা ৬ উইকেট করেছে ৩৫৮ রান। টিপু সুলতান (১) ও মেহেদী হাসান (০) অপরাজিত আছেন।

বগুড়ায় সিলেটের পেসারদের দাপট

৩টি করে উইকেট পেয়েছেন সিলেটের তিন পেসার (বাঁ থেকে) আবু জায়েদ, রেজাউর রহমান ও খালেদ আহমেদ

শহীদ চান্দু স্টেডিয়ামের সবুজ উইকেটে দাপট দেখিয়েছেন সিলেটের তিন পেসার আবু জায়েদ, খালেদ আহমেদ ও রেজাউর রহমান। নতুন বলে রংপুরের তরুণ ওপেনার চৌধুরী মোহাম্মদ রিজওয়ানকে আউট করে শুরুটা করেছিলেন আবু জায়েদ। ৩০ ওভারের পর দুই প্রান্ত থেকে ধস নামান খালেদ ও রেজাউর। আগের রাউন্ডে দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নেওয়া রেজাউর আজও নিয়েছেন ৩ উইকেট। টেস্ট দল থেকে ফিরেই খালেদের শিকার ৩ উইকেট। শেষের দিকে আবু জায়েদ এসে আরও ২ উইকেট নিলে তিনিও দিন শেষ করেছেন ৩ উইকেট।

তিন পেসারের আঁটসাঁট বোলিংয়ে ৬২.৩ ওভারে ১৫৮ রানে থামে আকবর আলীদের ইনিংস। শেষ বেলায় সিলেট ব্যাটিংয়ে নেমে ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে করেছে ২৪ রান।

আগের দিনের এক ঘণ্টার বৃষ্টিতেই খেলা বন্ধ

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের এক মাঠে আজ ভেজা আউটফিল্ডের কারণে বরিশাল ও রাজশাহীর ম্যাচের প্রথম দিনের খেলা হয়নি। আরেক মাঠে ঢাকা ও চট্টগ্রামের ম্যাচের মাত্র ২৬ ওভার খেলা হয়েছে। অথচ কক্সবাজারে বৃষ্টি হয়েছে গতকাল সকালে, এক-দেড় ঘণ্টার মতো। কক্সবাজার স্টেডিয়ামের দুটি মাঠের বাজে ড্রেনেজ সিস্টেমের কারণে ওই এক-দেড় ঘণ্টার বৃষ্টিতেই ভেসে গেছে বরিশাল-রাজশাহী ম্যাচের আজকের সারা দিনের খেলা।

ঢাকা বিভাগের বিপক্ষে ৫ রানেই সাব্বির হোসেনকে হারায় চট্টগ্রাম। ১ রান করে রানআউট এই ওপেনার। এরপর ১০২ রানের জুটি গড়েছেন পারভেজ হোসেন (৫৪*) ও সাজ্জাদুল হক (৪৬*)।