উইকেট শিকারের পর মোস্তাফিজকে জাদেজার অভিনন্দন
উইকেট শিকারের পর মোস্তাফিজকে জাদেজার অভিনন্দন

আইপিএল

‘ডেথ ওভারে’ মোস্তাফিজের ২ উইকেট, গুজরাটকে হারিয়ে শীর্ষে চেন্নাই

প্রথম ২ ওভারে ২৩ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তখন মনে হচ্ছিল, আজ বোধহয় বেশ খরুচেই হতে চলেছেন মোস্তাফিজুর রহমান।

তবে ‘ডেথ ওভারে’ নিজের শেষ স্পেল করতে এসে দারুভাবে ঘুরে দাঁড়ালেন মোস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসার এই ২ ওভারে মাত্র ৭ রান দিয়ে নিলেন গুজরাট টাইটানসের দুই হার্ড হিটার রশিদ খান আর রাহুল তেওয়াটিয়ার উইকেট। এর আগেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া চেন্নাই সুপার কিংস শেষ পর্যন্ত জিতল ৬৩ রানে। আইপিএলে মাত্র তৃতীয় মৌসুম খেলতে নামা গুজরাটের এটাই রানের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে হার। আগের বড় হারটি ছিল ২৭ রানে, গত বছর মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে।

উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পর আজ গুজরাটকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে চেন্নাই। দুইয়ে নেমে গেছে রাজস্থান রয়্যালস। গত বছর আইপিএল ইতিহাসের দীর্ঘতম ফাইনালে (বৃষ্টির কারণে ম্যাচ ৩য় দিনে গড়িয়েছিল) এই গুজরাটকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই।

এবার দুই দলেরই অধিনায়ক বদলেছে; বদলায়নি ম্যাচের ফল। ঘরের মাঠ এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শিবম দুবের ঝোড়ো ফিফটিতে ২০৬ রান করেছিল চেন্নাই। পাহাড় টপকাতে নেমে মোস্তাফিজ-দেশপাণ্ডে–চাহারদের দারুণ বোলিংয়ে গুজরাট থেমেছে ৮ উইকেটে ১৪৩ রানে।

নিজের শেষ ২ ওভারে দারুণ বোলিং করেছেন মোস্তাফিজ

চেন্নাইয়ের হয়ে অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছিলেন মোস্তাফিজ। বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ১০ বলেই নিয়েছিলেন ৪ উইকেট। তবে আজ শুরুর দিকে মোস্তাফিজের বোলিং নির্বিষ মনে হলেও শেষ দিকে লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা তাঁর দুর্বোধ্য স্লোয়ার ও কাটা সামলাতে পারেননি। প্রায় অসম্ভব সমীকরণ মেলাতে গিয়ে মোস্তাফিজের বলে বড় শট খেলতে গিয়েছিলেন রশিদ ও তেওয়াটিয়া। দুজনেই ধরা পড়েছেন রাচিন রবীন্দ্রর হাতে।

২ ম্যাচে ৬ উইকেট নিয়ে উইকেটশিকারিদের তালিকায় শীর্ষেই থাকলেন মোস্তাফিজ।

সংক্ষিপ্ত স্কোর

চেন্নাই সুপার কিংস: ২০ ওভারে ২০৬/৬

(দুবে ৫১, রবীন্দ্র ৪৬, গায়কোয়াড় ৪৬, মিচেল ২৪*; রশিদ ২/৪৯, কিশোর ১/২৮, জনসন ১/৩৫, মোহিত ১/৩৬)

গুজরাট টাইটানস: ২০ ওভারে ১৪৩/৮

(সুদর্শন ৩৭, মিলার ২১, ঋদ্ধিমান ২১, শঙ্কর ১২; দেশপাণ্ডে ২/২১, চাহার ২/২৮, মোস্তাফিজ ২/৩০, মিচেল ১/১৮)

ফল: চেন্নাই সুপার কিংস ৬৩ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: শিবম দুবে (চেন্নাই সুপার কিংস)।