লিটন দাসকে অধিনায়ক করে আজ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। আঙুলের চোটের কারণে এই টেস্টে খেলা হচ্ছে না নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের। ১৫ সদস্যের দলে নতুন মুখ তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যান শাহাদাত হোসেন ও পেসার মুশফিক হাসান।
চোট থেকে ফেরা তাসকিন আহমেদ ও জাকির হাসানও আছেন আফগানিস্তান টেস্টের দলে। আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা বাংলাদেশের সর্বশেষ টেস্টের দল থেকে বাদ পড়েছেন সাদমান ইসলাম ও রেজাউর রহমান। ১৪ জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট। আফগানিস্তান দলের ঢাকায় আসার কথা ১০ জুন।
শাহাদাত ও মুশফিককে সুযোগ দেওয়ার ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছেন, ‘দুজনই অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলেছে। এরপর আমাদের হাই পারফরম্যান্স বিভাগে ছিল। “এ” দলের হয়ে ওরা যথেষ্ট ভালো করেছে। আমরা আত্মবিশ্বাসী সুযোগ পেলে ওরা ভালো করবে।’
‘এ’ দলের হয়ে ফর্মে থাকা ওপেনার সাদমানের জায়গায় মাহমুদুল হাসানকে নেওয়ার ব্যাখ্যাও দিয়েছেন প্রধান নির্বাচক, ‘মাঝে সে কিছুদিন ভালো করেনি। তবে এখন রান করছে। সর্বশেষ ইনিংসটা সেঞ্চুরির। আর আন্তর্জাতিক ক্রিকেট সে আগেও খেলেছে। আশা করি, এবার সে–ও আগের ধারায় ফিরবে।’
চোট থেকে ফেরা তাসকিন আহমেদের দলে আসাটা একটু চমকের মতোই। ওয়ানডে বিশ্বকাপের জন্য চোটমুক্ত রাখতে তাঁকে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে খেলানো হবে না, এমনই শোনা যাচ্ছিল এত দিন। তবে মিনহাজুলের আশা, পুরোপুরি ফিট থাকলে তাসকিন টেস্টটা খেলতেও পারেন, ‘ফিট হলে খেলবে না! আশা করি খেলবে।’ দলে পাঁচ পেসার রাখার ব্যাখ্যা, ‘অনেক গরম, সে জন্য দলেই বেশি পেসার রাখা হয়েছে।’
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে বাংলাদেশের ১২তম টেস্ট অধিনায়ক হতে যাচ্ছেন লিটন দাস। এটা যদিও বোর্ডের সিদ্ধান্ত, এই টেস্টে লিটনের নেতৃত্বগুণ দেখার অপেক্ষায় নির্বাচকেরাও। ‘টেস্টে অধিনায়কত্ব করা বিরাট ব্যাপার, বড় সম্মান। এই জায়গা থেকে আমি মনে করি, লিটন দলকে সামনে থেকে নেতৃত্ব দেবে’—বলেছেন প্রধান নির্বাচক।
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন, মুশফিক হাসান।