পাকিস্তানের সেমিফাইনালে ওঠা এখনো অনিশ্চিত। প্রথম পর্বে বাকি থাকা চার ম্যাচের একটিতে হারলেও বিদায় হয়ে যেতে পারে তাদের। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া যাকে বলে, বাবর আজমরা এখন সেই পরিস্থিতিতে।
তবে এমন অবস্থায়ও পাকিস্তান দলের পরিচালক মিকি আর্থার শুনিয়েছেন সেমিফাইনালের চেয়েও বড় স্বপ্নের গল্প। টুর্নামেন্টে টানা ছয় ম্যাচ জিতে পাকিস্তান বিশ্বকাপ জিততে পারে বলে মন্তব্য পাকিস্তান দলের ক্রিকেট পরিচালকের। শুধু বিশ্বকাপ জেতার সম্ভাবনার কথাই বলেননি, জোর দিতে গিয়ে বলেছেন ‘পাকিস্তানের বিশ্বকাপ না জেতার কোনো কারণ নেই।’
টানা তিন ম্যাচ হেরে যাওয়া পাকিস্তান আজ চেন্নাইয়ে খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এই ম্যাচের আগে পাকিস্তান দল নিয়ে আশাবাদ শুনিয়েছেন একসময় দক্ষিণ আফ্রিকাকে কোচিং করানো আর্থার। পিসিবি ডিজিটালকে তিনি বলেন, ‘ড্রেসিংরুমে আমরা বলেছি, বিশ্বকাপ জিততে আমাদের ছয়টা ম্যাচ জিততে হবে। আমাদের জয়ের ধারা ধরে রাখতে হবে এবং টানা ছয়টিতে জিততে হবে। আমরা জানি, দল হিসেবে আমাদের কৌশলের শতভাগ নিশ্চিত করতে হবে। পরিকল্পনার শতভাগ বাস্তবায়ন করতে হবে। আর সেটা যদি করা যায়, পাকিস্তানের বিশ্বকাপ না জেতার কোনো কারণই নেই।’
পদ্ধতিগতভাবে আর্থারের কথায় ভুল নেই। লিগ পর্বের বাকি চার ম্যাচ জিতলে পাকিস্তানের পয়েন্ট হবে ১২, যা সেমিফাইনালে ওঠার জন্য যথেষ্ট হওয়ার সম্ভাবনা। এরপর নকআউট পর্বে সেমিফাইনাল ও ফাইনাল জিতলেই ট্রফি জয়।
আর্থারের মতে, পাকিস্তান এখনো নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারেনি। আর তেমনটা খেলতে পারলে পাকিস্তান যে কাউকেই হারাতে পারবে, ‘এখন পর্যন্ত একটা ম্যাচেও আমরা পুরোপুরি জ্বলে উঠতে পারিনি। আমাদের (কোচিং স্টাফ) এখন পারফেক্ট ম্যাচের জন্য পরামর্শ ও তথ্য দিয়ে খেলোয়াড়দের মধ্যে বিশ্বাস জোগাতে হবে। আমরা জানি, আমাদের পারফেক্ট ক্রিকেটই জয়ের জন্য যথেষ্ট। এটাই যেকোনো দলকে হারিয়ে দিতে যথেষ্ট।’
পাকিস্তান বিশ্বকাপ শুরু করেছিল নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে হারিয়ে। কিন্তু ভারত ও অস্ট্রেলিয়ার পর আফগানিস্তানের কাছেও হেরেছেন বাবররা। আর্থার মনে করেন, টানা হারের কারণ সামর্থ্যের ঘাটতি নয়, ‘ছেলেরা অনুশীলনে প্রচুর কষ্ট করেছে। আমি তাদের চেষ্টার দোষ দিতে পারি না। তাদের মানসিকতার দায়ও দেওয়া যাবে না। আমি যেটা বলতে পারি, চাপের মধ্যে দক্ষতার বাস্তবায়নে ভুল হচ্ছে। আর এটা নিয়েই আমরা অনুশীলনে টানা কাজ করে যাচ্ছি।’