আরও একবার ভারতের ভোগান্তির নাম ট্রাভিস হেড। অ্যাডিলেডে ১৪০ রানের ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান আজ ব্রিসবেনে করেছেন ১৫২ রান। তবে হেডেই সীমিত থাকেনি অস্ট্রেলিয়ার দাপট, স্টিভেন স্মিথও খেলেছেন তিন অঙ্কের ইনিংস। দুজনের ২৪১ রানের জুটির সুবাদে গ্যাবায় সুবিধাজনক অবস্থানে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।
ভারতের প্রাপ্তি বলতে যশপ্রীত বুমরার ৫ উইকেট। তবে রোহিত শর্মার দলের জন্য বড় পরীক্ষাই অপেক্ষা করছে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের রান এরই মধ্যে চার শ ছাড়িয়ে গেছে। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের রান ৭ উইকেটে ৪০৫।
বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে খেলা হয়েছিল মাত্র ১৩.২ ওভার। অস্ট্রেলিয়া কোনো উইকেট না হারানোয় কার্যত আজই দুই দলের লড়াই শুরু হয়েছে নতুন করে। তাতে সকালের দুই ঘণ্টায় ভারতই হেসেছে বেশি। বুমরা দ্রুত দুই ওপেনার উসমান খাজা ও নাথান ম্যাকসুয়েনিকে তুলে নেওয়ার পর মারনাস লাবুশেন ফেরেন নীতীশ রেড্ডির বলে। ৭৭ রানে ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়া লাঞ্চ বিরতিতে যায় ১০৪ রানে।
দিনের বাকি দুই সেশনেই যে আরও ৩০১ রান যোগ হয়েছে, তাতে বড় অবদান হেড–স্মিথেরই। চতুর্থ উইকেটে দুজনে গড়েন ৩০৩ বলে ২৪১ রানের জুটি। স্মিথ–হেড এতটাই স্বচ্ছন্দে ব্যাট করেছেন যে, দিনের দ্বিতীয় সেশনে কোনো উইকেটই হারায়নি অস্ট্রেলিয়া।
চা বিরতির আগেই ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় এবং ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন হেড। ব্রিসবেনে তাঁর সেঞ্চুরিটি এসেছে একই মাঠে আগের তিন ইনিংসে শূন্য রানে আউটের যন্ত্রণা ভুলিয়ে।
হেডের পর তৃতীয় সেশনে সেঞ্চুরি তুলে নেন স্মিথও। টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর ৩৩তম সেঞ্চুরি, তবে গত বছরের অ্যাশেজে লর্ডস টেস্টের পর প্রথম।
৮০ ওভারের পর নতুন বল নেওয়ার সুযোগ এলে নিতে দেরি করেনি ভারত। এই নতুন বলেই নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে স্মিথকে স্লিপে রোহিতের ক্যাচ বানান বুমরা (১৯০ বলে ১০১)। পরের ওভারে উইকেট না পেলেও মেডেন আদায় করেন মিচেল মার্শের কাছ থেকে।
পরেরবার বল হাতে নিয়ে আর মার্শকে টিকতে দেননি, স্লিপে ক্যাচ বানান কোহলির হাতে। ৩ বল পর উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য হন এরই মধ্যে দেড় শ পেরিয়ে যাওয়া হেডও। ১৬০ বল খেলা হেড ১৮ চারে করে যান ১৫২ রান।
হেডকে ফিরিয়েই সিরিজের দ্বিতীয় এবং ক্যারিয়ারে ১২তম ফাইফার (ইনিংসে ৫ উইকেট) পূর্ণ করেন বুমরা। ভারতীয় পেসারদের মধ্যে কপিল দেবের (২৩) পর দ্বিতীয় সর্বোচ্চ ফাইফার তাঁর। দিনের শেষ সেশনে বুমরা ঝড় তুললেও একপ্রান্ত আগলে রেখেছেন অ্যালেক্স ক্যারি। বাঁহাতি এ ব্যাটসম্যান অপরাজিত ৪৫ রানে।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১০১ ওভারে ৪০৫/৭ (হেড ১৫২, স্মিথ ১০১, ক্যারি ৪৫*; বুমরা ৫/৭২, নীতিশ ১/৬৫)।
* ২য় দিন শেষে।