অনুশীলনে সাকিব আল হাসান
অনুশীলনে সাকিব আল হাসান

‘সাকিব দুর্দান্ত ক্রিকেটার হলেও আমাদের কিছু আসে–যায় না’

ভারতের বিপক্ষে আগামীকাল সাকিব আল হাসান কি খেলবেন? উত্তরটা ইতিবাচক হওয়ার সম্ভাবনাই বেশি। পুনেতে গতকাল ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব। অনুশীলনে সাকিবের ব্যাটিং করতে সমস্যাও হয়নি খুব একটা। যদিও তাঁর খেলা এখনো নিশ্চিত নয়। ম্যাচের আগে আরেকটি অনুশীলন সেশন দেখেই সাকিবের খেলা না–খেলার সিদ্ধান্ত হবে।

সাকিবের খেলা নিয়ে তাই একটা শঙ্কা থেকেই যায়। সেটি অবশ্য শুধুই বাংলাদেশ শিবিরে। প্রতিপক্ষ ভারতের সাকিবের খেলা না–খেলা নিয়ে কোনো মাথাব্যথা নেই। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জানিয়েছে ভারতের বোলিং কোচ পরশ মামব্রে।

ওয়ানডেতে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ২২ ম্যাচ খেলেছেন সাকিব। রোহিত শর্মা, বিরাট কোহলিদের বিপক্ষে সাকিব উইকেট নিয়েছেন ২৯টি। এই তো গত বছরের ডিসেম্বরে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন সাকিব।

গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে ৫ উইকেট পেয়েছিলেন সাকিব

সেই ম্যাচে সাকিব এক ওভারের মধ্যে ফিরিয়েছিলেন রোহিত-কোহলিকে। এই পরিসংখ্যান মাথায় রেখেই সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, যেহেতু বাঁহাতি স্পিনারদের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানদের রেকর্ড তেমন একটা ভালো নয়, তাই সাকিবকে খেলার কৌশল কেমন হতে পারে?

সেই প্রশ্নের উত্তরেই ভারতের বোলিং কোচ বলেছেন, ‘যদি ম্যাচআপের দিকে তাকাই, এমন অনেক কিছু খুঁজে পাওয়া যাবে—অমুক এর বিপক্ষে দুর্বল, তমুক ওই ক্রিকেটারের বিপক্ষে ভালো, বিশেষ করে বোলারের ক্ষেত্রে। তবে সত্যি বলতে এই বিষয়ে আমরা কোনো আলোচনা করিনি। আমরা জানি সে ভালো ক্রিকেটার। বাংলাদেশের হয়ে অনেক কিছু করেছে। চাম্পিয়ন ক্রিকেটার। কার্যকরী ব্যাটসম্যান, বোলিংও ভালো করে। দুর্দান্ত একজন ক্রিকেটার। তবে তাতে আমাদের কিছুই আসে–যায় না।’

নিউজিল্যান্ডের বিপক্ষে গত শুক্রবারের ম্যাচে বাঁ ঊরুতে চোট পেয়েছিলেন সাকিব। এখন পর্যন্ত ৩ ম্যাচে সাকিব রান করেছেন ৫৫, উইকেট নিয়েছেন ৫টি।