জাফনা কিংসকে উড়িয়ে দিয়েছে সাকিব আল হাসানের গল টাইটানস
জাফনা কিংসকে উড়িয়ে দিয়েছে সাকিব আল হাসানের গল টাইটানস

গলের দাপুটে জয়ে দারুণ মিতব্যয়ী সাকিব

সপ্তম ওভারে যখন প্রথমবারের মতো ম্যাচে বোলিং করতে এলেন সাকিব আল হাসান, জফনা কিংস তার আগেই বেশ চাপে। ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে তারা পাওয়ারপ্লের মধ্যেই। নিজের প্রথম ওভারে আসেলা গুনারত্নেকে এলবিডব্লু করে সে চাপ আরও বাড়িয়ে দেন সাকিব। সে চাপ থেকে বেরোনো হয়নি জাফনার। ২০ ওভার ব্যাটিং করলেও ৮৯ রানেই থামে তাদের ইনিংস, গল টাইটানস সে লক্ষ্য পেরিয়ে গেছে ৭ উইকেট ও ৩৯ বল বাকি রেখেই।

এবারের এলপিএলে (লঙ্কা প্রিমিয়ার লিগ) প্রথম ম্যাচে জাফনার কাছে বড় ব্যবধানে হেরেছিল গল, এবার বদলা নিল তারা। অবশ্য তার চেয়েও বড় কথা, এ জয়টা পেতে মরিয়া ছিল গল। টানা চারটি ম্যাচ হারের পর অবশেষে আরেকটি জিতল তারা, যারা টুর্নামেন্ট শুরু করেছিল প্রথম দুই ম্যাচ জিতে। সাকিব তাতে অবদান রেখেছেন ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট নিয়ে। পরে ব্যাটিং করলেও ৪ রানের বেশি করতে পারেননি। এ ম্যাচের আগেই শ্রীলঙ্কা পৌঁছালেও খেলানো হয়নি আরেক বাংলাদেশি লিটন দাসকে।

জাফনাকে শুরুতেই চাপে ফেলেন কাসুন রাজিতা (বাঁয়ে) ও লাহিরু কুমারা

কাসুন রাজিতা ও লাহিরু কুমারার তোপে শুরুতেই পথ হারায় বেশ শক্তিশালী ব্যাটিং লাইনআপের দল জাফনা, যারা টসে জিতে ব্যাটিং নিয়েছিল। প্রথম সাত ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পারেন মাত্র একজন। রাজিতা ৪ উইকেট নেন ২০ রানে, কুমারা ২ উইকেট নিতে খরচ করেন ১৩ রান। বাঁহাতি রিস্ট স্পিনার তাব্রেইজ শামসি ১৯ রানে নেন ২ উইকেট।

সাকিব বোলিং করেন দুটি স্পেলে। প্রথম স্পেলে ২ ওভারে ১০ রান দিয়ে নেন গুনারত্নের উইকেট। পরের স্পেলে ২ ওভারে অবশ্য ৩ রানের বেশি দেননি। ৫৬ রানে ৮ উইকেট হারালেও লোয়ার অর্ডারের দৃঢ়তায় ৮৯ রান পর্যন্ত যায় জাফনা। তবে এতে একটা রেকর্ডও হয়ে যায় তাদের। লঙ্কা প্রিমিয়ার লিগে পুরো ২০ ওভার ব্যাটিং করে সবচেয়ে কম রানের স্কোর এখন এটিই।

রান তাড়ায় ভানুকা রাজাপক্ষে ও টিম সাইফার্ট প্রত্যাশিত ভালো শুরু এনে দেন গলকে। দলীয় ৩৪ রানে রাজাপক্ষে ফিরলেও সাইফার্ট খেলেন ৪২ বলে ৫৫ রানের ইনিংস। ৮ বলের মধ্যে সাইফার্ট ও সাকিব ফিরে গেলেও দাপুটে জয় পেতে গলের সমস্যা হয়নি কোনো। ম্যাচ চলাকালে দলের পারফরম্যান্স নিয়ে সাকিব বলেন, ‘আমরা ভালো বোলিং করেছি। তবে তারাও কিছু বেপরোয়া শট খেলেছে।’

১৫ আগস্ট গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সের মুখোমুখি হবে গল।