রাজনৈতিক বৈরিতায় ১৬ বছর ধরে পাকিস্তান সফরে যায় না ভারত ক্রিকেট দল। পাকিস্তানে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে দেশটিতে না যেতে আবারও নানা রকম টালবাহানা শুরু করে দিয়েছে ভারত।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অনেক আগে থেকেই বলে আসছে সরকারের সবুজসংকতে না পেলে রোহিত–কোহলি–বুমরাদের পাকিস্তানে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এ কারণে বিসিসিআই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ২০২৩ এশিয়া কাপের মতো ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিও হাইব্রিড মডেলে আয়োজনের তাগাদা দিয়ে আসছে। এর অর্থ, ভারতের ম্যাচগুলো হবে পাকিস্তানের বাইরে।
তবে পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরামের দাবি, দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। চ্যাম্পিয়নস ট্রফি খেলতে রোহিত–কোহলিরা পাকিস্তানে যাবেন বলে বিশ্বাস তাঁর।
এক অনলাইন সংবাদ সম্মেলনে আকরাম বলেছেন, ‘আমি যা কিছু পড়েছি, আমার মনে হয় ভারত সরকার ও বিসিসিআইয়ের মধ্যে ইতিবাচক আবহ তৈরি হয়েছে। আমি কোথায় যেন পড়েছি, ভারত তাদের ম্যাচগুলো লাহোরে খেলবে। সম্ভবত তারা লাহোরে খেলে সেই রাতেই দেশে ফিরে যাবে। ভারত যতক্ষণ এতে স্বস্তি বোধ করে, ততক্ষণ আমি আশাবাদী।’
পাকিস্তানকে ১৯৯২ বিশ্বকাপ জেতানোর অন্যতম এই নায়ক মনে করেন, ভারতীয় দলের পাকিস্তানে খেলতে যাওয়া ক্রিকেটের মঙ্গল বয়ে আনবে, ‘এখনকার দিনে এবং বর্তমান যুগে মানুষে মানুষে যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগমাধ্যমের এই জমানায় অনেক নেতিবাচকতা চোখে পড়ছে। আমার মতে, এগুলো অপ্রয়োজনীয় বিষয়। আমি মনে করি ভারত (পাকিস্তানে) এলে ক্রিকেটের জন্য বিশাল ব্যাপার হবে এবং অবশ্যই পাকিস্তানের জন্য দারুণ হবে।’
পাকিস্তানে রোহিত–কোহলিদের অনেক ভক্ত আছে জানিয়ে আকরাম আরও বলেছেন, ‘আমি প্রতিজ্ঞা করে বলতে পারি, তাদের (ভারতীয় দলকে) খুব ভালোভাবেই দেখভাল করা হবে। পাকিস্তানেও বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবদের ভক্ত আছে। তরুণ ক্রিকেটপ্রেমীরা তাদের ভালোবাসে।’
আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তানের তিনটি ভেন্যুতে (লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি) চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা। তবে ভ্রমণ ঝক্কি এড়াতে ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের সব ম্যাচ লাহোরে আয়োজন করতে চায় পিসিবি। এমনকি লাহোরে খেলে সেই রাতেই ভারতীয় দলকে দেশে ফেরার প্রস্তাবও দেওয়া হয়েছে। এ ছাড়া মাঠে বসে রোহিতের দলকে সমর্থন দিতে ১৭ হাজার ভারতীয়কে ভিসা দেওয়ার কথাও বলা হয়েছে।
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান ও ভারত ছাড়াও খেলার কথা বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের। শেষ পর্যন্ত ভারত টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নিলে কপাল খুলবে শ্রীলঙ্কার।