সৌরভ গাঙ্গুলী ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দায়িত্ব ছেড়েছেন গত অক্টোবরে। এর পর থেকে কিছুটা লোকচক্ষুর আড়ালেই ছিলেন। তবে সৌরভ আবারও প্রকাশ্য হচ্ছেন। সেটি আইপিএলেই। দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট পরিচালকের দায়িত্ব নিচ্ছেন ভারতের সাবেক এ অধিনায়ক। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে খবরটি জানিয়েছে কলকাতার ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ। আগামী এপ্রিলে আইপিএলের নতুন মৌসুম শুরু হওয়ার কথা।
শুধু আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসই নয়, সৌরভ এ মুহূর্তে দুবাই টি–টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস ও দক্ষিণ আফ্রিকা টি–টোয়েন্টি লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসের সঙ্গেও যুক্ত। দিল্লির পাশাপাশি দুবাই ও প্রিটোরিয়া ফ্র্যাঞ্চাইজিরও দায়িত্ব পালন করবেন সৌরভ।
পিটিআইকে আইপিএলের এক কর্মকর্তা বলেছেন, ‘সৌরভ এবার দিল্লি ক্যাপিটালসের পরিচালকের দায়িত্ব পালন করবেন। তাঁর সঙ্গে সব কথাবার্তা পাকা। আগেও দিল্লির সঙ্গে কাজ করেছেন। মালিকপক্ষের সঙ্গে তাঁর একটা ভালো বোঝাপড়া আছে।’
২০১৯ আইপিএলে সৌরভ দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে কাজ করেছিলেন। এই দলের কোচ অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং। বিসিসিআই প্রধান হওয়ার পর তাঁকে স্বার্থের সংঘাতের কারণে দিল্লির দায়িত্ব ছাড়তে হয়েছিল। বিসিসিআই প্রধানের পদ ছেড়ে দেওয়ায় এ নিয়ে আর কোনো সমস্যা নেই।
২০১৯ সালের অক্টোবর থেকে তিনি বিসিসিআইয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব ছেড়েছেন ২০২২ সালের অক্টোবরে। মেয়াদ শেষ হওয়ার পরপরই তিনি পদত্যাগ করেছিলেন। এরপর তিনি আবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) দায়িত্বে ফিরবেন বলে মনে করা হয়েছিল। যদিও সে দায়িত্ব নিয়েছেন সৌরভের বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলী।