বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে ২০১৯ সালের ৩ নভেম্বর তারিখের গুরুত্ব অনেক। ওই দিনই ভারতের মাটিতে ভারতের বিপক্ষে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। দিল্লিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছিল মাহমুদউল্লাহর দল।
কিন্তু এবার দিল্লি আক্ষরিক অর্থেই বাংলাদেশের জন্য ‘বহুদূর’ হয়ে থাকল। সেই একই মাঠে গত রাতে নাজমুল হোসেনের দলকে ৮৬ রানে হারিয়ে দিল ভারত। এ জয়ে হায়দরাবাদে শেষ ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিল স্বাগতিকেরা। এর সঙ্গে নিজেদের মাটিতে টি–টোয়েন্টি সিরিজে টানা অপরাজিত থাকার বিশ্ব রেকর্ডকে আরও এক ধাপ এগিয়ে নিল ভারত।
ঘরের মাঠে এ নিয়ে টানা ১৬টি টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত থাকল ভারত। এই ১৬ সিরিজের ১৪টিই জিতেছে টি–টোয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা, ড্র হয়েছে অন্য ২টি সিরিজ। এ সময়ে দলকে নেতৃত্ব দিয়েছেন পাঁচজন—বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব।
ভারত এই সংস্করণে তাদের মাটিতে সর্বশেষ সিরিজ হেরেছিল ২০১৯ সালের ফেব্রুয়ারিতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। গ্লেন ম্যাক্সওয়েলের দাপুটে পারফরম্যান্সে ২ ম্যাচের সিরিজে ধবলধোলাই হয়েছিল কোহলির নেতৃত্বাধীন দল। তবে নিজেদের মাঠে তিন ম্যাচের ২০টি টি–টোয়েন্টি সিরিজ খেলে সব কটিতেই জিতেছে ভারত। দলটির টানা অপরাজিত থাকার ধারা শুরু হয়েছে ২০১৯ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ থেকে।
নিজেদের ডেরায় সবচেয়ে বেশি টি–টোয়েন্টি সিরিজে টানা অপরাজিত থাকার রেকর্ডে ভারতের পরেই আছে অস্ট্রেলিয়া। সেটিও ভারতের অর্ধেক—৮টি সিরিজ। ২০০৬ সালের জানুয়ারি থেকে ২০১০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ঘরের মাঠে প্রথম ৮টি সিরিজেই জিতেছিল অস্ট্রেলিয়া। সেই ধারায় ছেদ পড়ে ২০১০ সালে অক্টোবরে শ্রীলঙ্কার কাছে হেরে।
এরপরই আছে দক্ষিণ আফ্রিকা। ২০০৭ সালের ফেব্রুয়ারি থেকে ২০১০ সালের অক্টোবর পর্যন্ত নিজেদের মাঠে টানা ৭টি টি–টোয়েন্টি সিরিজে অপরাজিত ছিল প্রোটিয়ারা।
বাংলাদেশ নিজেদের মাটিতে কখনো টানা ৪টির বেশি টি–টোয়েন্টি সিরিজে অপরাজিত থাকতে পারেনি। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত এবং ২০২২ সালের মার্চ থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত দেশের মাটিতে টানা ৪টি করে সিরিজে বাংলাদেশকে হারাতে পারেনি অতিথি দল।
ভারত নিজেদের মাঠে সব সময়ই কঠিন প্রতিপক্ষ। তবে সাম্প্রতিক বছরগুলোতে তাদের মাটিতে টেস্ট ও টি–টোয়েন্টি সিরিজ জয় যেন অধরা স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। ২০১২ সালের পর থেকে ঘরের মাঠে তারা টানা ১৮টি টেস্ট সিরিজ জিতেছে। এবার টি–টোয়েন্টি সিরিজ জয়ের ধারাটাও বাড়িয়ে নিল।
গত জুনে টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর থেকে এই সংস্করণে ভারতের দাপট আরও বেড়েছে। বিশ্বকাপের পর ঘরে–বাইরে মিলিয়ে এখন পর্যন্ত ১০ টি–টোয়েন্টি ম্যাচের ৯টিতেই জিতেছে ভারত, ৩ সিরিজের ৩টিই নিজেদের করে নিয়েছে।
বিশ্বকাপ জয়ের পরের সপ্তাহেই জিম্বাবুয়ে সফর থাকায় দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শুবমান গিলের নেতৃত্বাধীন দল পাঁচ ম্যাচের সিরিজের প্রথমটিতে হারলেও পরের চারটি ম্যাচ হেসেখেলে জিতেছে।
এরপর শ্রীলঙ্কা সফরে হাসারাঙ্গা–মেন্ডিসদের ধবলধোলাই করেছে। সেটি ছিল ভারতের প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীরের প্রথম ‘অ্যাসাইনমেন্ট’। এখন বাংলাদেশকেও ধবলধোলাই করার অপেক্ষায় ভারত।