আইসিসির আম্পায়ারদের আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হয়েছেন বাংলাদেশের মোর্শেদ আলী খান। এ প্যানেলে বাংলাদেশের নতুন সদস্য হিসেবে তাঁর অন্তর্ভুক্তির বিষয়টি আজ নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ারস কমিটির প্রধান ইফতেখার আহমেদ।
গত মাসে শরফুদ্দৌলা প্রথম বাংলাদেশি হিসেবে এলিট প্যানেলে ঢোকার পর থেকে আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশের একজন আম্পায়ারের জায়গা ফাঁকা ছিল। বিসিবির মনোনীত হিসেবে মোর্শেদ ঢুকলেন সেখানেই। আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশের আম্পায়ার হিসেবে আগে থেকেই আছেন গাজী সোহেল, তানভীর আহমেদ ও মাসুদুর রহমান।
বাংলাদেশের হয়ে ৩টি ওয়ানডে খেলা বাঁহাতি পেসার মোর্শেদ আম্পায়ারিং করছেন অনেক বছর ধরেই। এ বছর আইসিসির সহযোগী দেশগুলোর ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি পরিচালনা করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রিমিয়ার কাপে। এর বাইরে মেয়েদের ২টি ওয়ানডে ও ১টি আন্তর্জাতিক ম্যাচেও দায়িত্ব পালন করেছেন মোর্শেদ।
আইসিসির আন্তর্জাতিক প্যানেলের আম্পায়াররা সাধারণত দেশের মাটির দ্বিপক্ষীয় সিরিজে সীমিত ওভারের ম্যাচ পরিচালনা করেন। এখনকার নিয়মে টি-টোয়েন্টিতে দুই অন-ফিল্ড আম্পায়ারই থাকেন স্বাগতিক দেশ থেকে। ওয়ানডেতে স্বাগতিক দেশ থেকে থাকেন একজন অন-ফিল্ড আম্পায়ার। টেস্টে দুজনই থাকেন নিরপেক্ষ আম্পায়ার। টেস্টে টেলিভিশন আম্পায়ার হিসেবেও এখন সাধারণত নিরপেক্ষ আম্পায়ারই নিয়োগ দেওয়া হয়।