আফ্রিদির কাজে সন্তুষ্ট পিসিবি।
আফ্রিদির কাজে সন্তুষ্ট পিসিবি।

আফ্রিদিকে নিয়ে ‘বড় সিদ্ধান্ত’ পিসিবির

রমিজ রাজা ছাঁটাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) ব্যাপক রদবদল অবধারিতই ছিল। নতুন চেয়ারম্যান নাজাম শেঠি দায়িত্ব নিয়েই বোর্ড ‘পুনর্গঠনে’ লেগে পড়েছেন। শুরুটা করেছেন প্রধান নির্বাচকের পদ থেকে মোহাম্মদ ওয়াসিমকে সরিয়ে। এরপর তো বিশাল এক চমকই দিয়েছেন।
পিসিবির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের পদে নাজাম শেঠি নিযুক্ত করেছেন শহীদ আফ্রিদিকে। তিন সদস্যের নির্বাচক প্যানেলে আফ্রিদির সঙ্গে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁর সাবেক দুই সতীর্থ আবদুল রাজ্জাক ও রাও ইফতিখার আনজুমকে।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ছিল পিসিবির নতুন নির্বাচক প্যানেলের প্রথম ‘অ্যাসাইনমেন্ট’। প্রথম পরীক্ষায় বেশ ভালোভাবেই উতরে গেছেন আফ্রিদিরা। বিশেষ করে তিন বছর পর সরফরাজ আহমেদকে টেস্ট দলে ফেরানোর সাহসী সিদ্ধান্তে সর্বমহলে প্রশংসিত হচ্ছেন সাবেক অধিনায়ক আফ্রিদি। সরফরাজও আস্থার প্রতিদান দিয়ে হয়েছেন সিরিজ-সেরা। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটাও ভালো করছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে এগিয়ে ১-০ ব্যবধানে।

প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে পাকিস্তান


সব মিলিয়ে আফ্রিদির দল নির্বাচনে সন্তুষ্ট পিসিবিও। সেটার পুরস্কার হিসেবে সাবেক অলরাউন্ডারকে পূর্ণমেয়াদে দায়িত্ব দিতে যাচ্ছে বোর্ড। সব ঠিক থাকলে এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত রেখে দেওয়া হতে পারে আফ্রিদিকে। পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য নিউজ ইন্টারন্যাশনাল আজ এ তথ্য দিয়েছে। শুধু পূর্ণকালীন প্রধান নির্বাচকই নন, আফ্রিদি নাকি কোচ নিয়োগে গঠিত পরামর্শ কমিটিতেও থাকার ইচ্ছা প্রকাশ করেছেন।

পিসিবির এক মুখপাত্র দ্য নিউজ ইন্টারন্যাশনালকে বলেন, ‘চেয়ারম্যান নাজাম শেঠির সঙ্গে শহীদের (আফ্রিদি) কথা হয়েছে। শুরুতে অন্তর্বর্তীকালীন নির্বাচকের দায়িত্ব দেওয়া হলেও এখন তাঁকে রেখে দেওয়ার চিন্তাভাবনা চলছে। যেহেতু এ বছর আমাদের দুটি বড় ইভেন্ট আছে এশিয়া কাপ ও বিশ্বকাপ।’
নিউজিল্যান্ড সিরিজ শেষেই প্রধান কোচ সাকলাইন মুশতাকের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরাবে পিসিবির। তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় না বোর্ড। নাজাম শেঠি বরং পুরোনো একজনকেই নতুন কোচ করে আনতে চান। বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের কোচ হিসেবে শোনা যাচ্ছে মিকি আর্থারের নাম। ২০১৭ সালে আর্থারের অধীনেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল পাকিস্তান। সেটাই বড় আসরে তাদের সর্বশেষ শিরোপা।

এই মুহূর্তে আর্থার আছেন ইংলিশ কাউন্টি ক্লাব ডার্বিশায়ারের দায়িত্বে। শিগগিরই ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরাবে তাঁর। আবারও পাকিস্তানের কোচ হতে আগ্রহের কথা অনেক আগেই জানিয়েছেন আর্থার। তবে দ্য নিউজ ইন্টারন্যাশনাল তাদের প্রতিবেদনে লিখেছে, ৫৪ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান কোচ নাকি চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পিসিবির কাছে এক মাস সময় চেয়েছেন।

ফেব্রুয়ারিতে পিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে বোলিং কোচ শন টেইটেরও। তাঁর জায়গায় উমর গুলের নাম শোনা যাচ্ছে। পাকিস্তানের সাবেক গতিতারকা গুলের কোচিংয়ে হাতেখড়ি হয়েছে গত বছরই। আফগানিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।