১৭৩ রানের জুটি গড়েন ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস
১৭৩ রানের জুটি গড়েন ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস

সিলেট টেস্ট

রেকর্ডে রেকর্ডে শ্রীলঙ্কার রান–বন্যা

তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে: শ্রীলঙ্কা ২য় ইনিংসে ৩৩৮/৭

বল পুরোনো। উইকেটও ব্যাটিং সহায়ক। বাংলাদেশ দলের বোলিংও নির্বিষ। শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস তা কাজে লাগিয়ে রান বাড়িয়েছেন তরতরিয়ে। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শতক করেছেন এই দুজন। প্রথম ইনিংসে দুজন মিলে ২০২ রানের জুটি গড়ে ম্যাচের ছবিটা পাল্টে দিয়েছিলেন। আজ তাঁদের জুটি থেকে এসেছে ১৭৩ রান।

তাতে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনও গেল শ্রীলঙ্কার দখলে। প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও শ্রীলঙ্কা মাত্র একটি উইকেট হারিয়েছে। ৯৪ ওভারে শ্রীলঙ্কার রান এখন ৭ উইকেটে ৩৩৮, লিড ৪৩০। এর আগে প্রথম ইনিংসে ২৮০ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশকে ১৮৮ রানে অলআউট করেছে শ্রীলঙ্কা।

দুই ইনিংসেই শতক করে রেকর্ড বইয়েও নাম লিখিয়েছেন ধনাঞ্জয়া ও মেন্ডিস। একই টেস্টের দুই ইনিংসে দুজন ব্যাটসম্যানের শতক করার তৃতীয় ঘটনা এটি। ১৯৭৪ সালে গ্রেগ চ্যাপেল ও ইয়ান চ্যাপেল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো এই কীর্তি গড়েন। ২০১৪ সালে অস্ট্রেলিয়া বিপক্ষে মিসবাহ–উল–হক ও আজহার আলী দুই ইনিংসে শতক করেন। এ ছাড়া প্রথম শ্রীলঙ্কান অধিনায়ক হিসেবে একই টেস্টের দুই ইনিংসে শতক করলেন ধনাঞ্জয়া।

সেঞ্চুরির পর কামিন্দু মেন্ডিস

ফিল্ডিং ভালো হলে গল্পটা ভিন্ন হতে পারত। ইনিংসের ৭২তম ওভারের দ্বিতীয় বলে মেহেদী হাসান মিরাজের বলে ধনাঞ্জয়ার ক্যাচ ফেলেছেন লিটন দাস। তিনি তখন খেলছিলেন ৯৪ রানে। এরপর আরও একবার ধনাঞ্জয়াকে আউট করার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। এবার ইনিংসের ৮১তম ওভারে খালেদ আহমেদের বলে মিড অনে ক্যাচ ফেলেন নাহিদ রানা।

শেষ পর্যন্ত মিরাজের বলে মিড উইকেটে ক্যাচ তুলে আউট হন মেন্ডিস। আউট হওয়ার আগে তাঁর ব্যাট থেকে আসে ১৭৯ বলে ১০৮ রান। ৯টি চার ও ২টি ছক্কা ছিল তাতে। ১৭১ বলে ১০০ রান করে অপরাজিত আছেন কামিন্দু। তাঁকে সঙ্গ দিচ্ছেন প্রবাত জয়সুরিয়া, তিনি খেলছেন ১৩ রানে।