ওয়ানডে বিশ্বকাপে ভারত-রহস্য এখনো ঘোচানো হলো না পাকিস্তানের। এখন পর্যন্ত ভারতের বিপক্ষে ৭ বার খেলে কখনোই জয় পায়নি পাকিস্তান। আজ আরও একটি সুযোগ তাদের সামনে। এই ম্যাচে ভারত–রহস্য ঘোচাতে কোন একাদশ নিয়ে নামবে পাকিস্তান? ভারতও তাদের অপরাজিত–যাত্রা ধরে রাখতে কোন একাদশই–বা খেলাবে?
ভারতের ওপেনিং কম্বিনেশনেই পরিবর্তন আসতে পারে। এই ম্যাচে চোট কাটিয়ে ফিরতে পারেন শুবমান গিল। গতকাল সংবাদ সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মার কথায় এই ভারতীয় ওপেনারের খেলার ইঙ্গিতই পাওয়া গেছে। গিল ফিরছেন কি না, সেই প্রশ্নে রোহিত বলেছেন, ‘ম্যাচ খেলার জন্য গিল ৯৯ শতাংশ ফিট। দেখি কাল (আজ) কী হয়।’
শুবমান গিলের জায়গায় সর্বশেষ দুই ম্যাচে ইনিংস ওপেন করেছেন ঈশান কিষান। অস্ট্রেলিয়ার বিপক্ষে শূন্য রানে আউট হলেও আফগানিস্তানের বিপক্ষে ৪৭ রান করেছিলেন কিষান। গিল ফিরলে এই ঈশানকে ফিরতে হবে মিডল অর্ডারে। সর্বশেষ এশিয়া কাপের প্রথম দেখায় পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে কঠিন পরিস্থিতিতে ৮১ বলে ৮২ রানের ইনিংস খেলেছিলেন ঈশান। এই বাঁহাতি মিডল অর্ডারে ফিরলে বাদ পড়বেন কে? শ্রেয়াস আইয়ারই হতে পারেন সে দুর্ভাগা। কারণ, মিডল অর্ডারে লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়াদের একাদশে থাকা নিশ্চিত।
স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার বিপক্ষে রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো ভারত আফগানিস্তানের বিপক্ষে খেলায় শার্দূল ঠাকুরকে। আজ পাকিস্তানের বিপক্ষেও কি শার্দূলই খেলবেন? তাঁর সম্ভাবনা বেশি হলেও পেসার মোহাম্মদ শামিরও ভালো সম্ভাবনা আছে এই ম্যাচে খেলার। কারণ, এই মাঠে আইপিএলে দারুণ করেন শামি।
আইপিএলে এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ৭.৪৪ ইকোনমিতে ২০ উইকেট নিয়েছেন শামি। তবে ব্যাটিং ডেপথ রাখতে শার্দূলের খেলার সম্ভাবনাই বেশি। আর আফগানিস্তানের বিপক্ষে ভালো বোলিং করেছেন এই অলরাউন্ডার।
পাকিস্তানের একাদশে অবশ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচে অবিশ্বাস্য জয়ের একাদশই খেলানোর কথা। ইমাম-উল–হক রান না পেলেও তাঁর খেলার সম্ভাবনাই বেশি। কারণ, ডাগআউটে যিনি আছেন, সেই ফখর জামান আছেন চূড়ান্ত অফ ফর্মে। বিশ্বকাপে প্রথম ম্যাচের পর একাদশ থেকে বাদ পড়েন ফখর। হাসান আলী খরুচে হলেও পাকিস্তানকে উইকেট এনে দিচ্ছেন।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, যশপ্রীত বুমরা।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, হারিস রউফ।