৫, ১০, ৫০, ১৮—বিশ্বকাপে বাবর আজমের ব্যাট এখনো সেভাবে হাসেনি। পাকিস্তান দলও প্রথম দুই ম্যাচ জয়ের পর হেরে গেছে টানা দুই ম্যাচ।
আহমেদাবাদে গত ১৪ অক্টোবর ভারতের বিপক্ষে অর্ধশত ছুঁয়েই মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হন বাবর। সেদিন তাঁর আউটের পরই পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। বেঙ্গালুরুর ব্যাটিং–সহায়ক পিচে পরশুও প্রত্যাশা পূরণ করতে পারেননি বাবর। অস্ট্রেলিয়ার দেওয়া ৩৬৮ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ওপেনাররা ভালো শুরু এনে দিলেও বাবর নিজের উইকেট ছুড়ে এসেছেন।
অথচ বাবর একটু দায়িত্ব নিয়ে খেললেই লক্ষ্য তাড়া করে জেতা সম্ভব ছিল। যেটা দিনের পর দিন, বছরের পর বছর ধরে করে যাচ্ছেন বিরাট কোহলি। এই বিশ্বকাপেও রান তাড়ায় দারুণ ধারাবাহিক কোহলি। চার ইনিংসের দুটিতে করেছেন অর্ধশত। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ভারতের জয়ের জন্য প্রয়োজনীয় রানের সঙ্গে নিজের রানের হিসাব মিলিয়ে তো শতকই তুলে নিয়েছেন; যা নিয়ে এখনো চর্চা চলছে।
এখানেই বাবরের সঙ্গে বিরাট কোহলির ব্যবধান দেখছেন ভারতের ক্রীড়া সাংবাদিক বিক্রান্ত গুপ্ত। টুইটারে তিনি লিখেছেন, ‘বাবর আজমের এই ম্যাচ জেতানো উচিত ছিল। বিরাট কোহলি যেমন এক যুগের বেশি সময় ধরে বড় লক্ষ্য তাড়া করে যাচ্ছেন।’
সাংবাদিক গুপ্তর সেই টুইট শেয়ার করেছেন ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী দলের সদস্য হরভজন সিং। সাবেক এই স্পিনার লিখেছেন, ‘কোনো সন্দেহ নেই কোহলি আধুনিক যুগের কিংবদন্তি। যেকোনো পরিস্থিতিতে, যেকোনো কন্ডিশনে সে রান করে এবং ভারতকে জেতায়। বাবর এবং আরও অনেকের কোহলির কাছ থেকে শেখা উচিত। কথা শেষ। কারও কোনো সন্দেহ আছে?’