ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দানুশকা গুনাতিলকাকে আজ জামিন দেননি অস্ট্রেলিয়ার আদালত। টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে ধর্ষণে অভিযুক্ত এই ক্রিকেটার দেশ থেকেও পেয়েছেন দুঃসংবাদ। সব ধরনের ক্রিকেট থেকে তাঁকে নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
আজ এসএলসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অস্ট্রেলিয়ায় যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত গুনাতিলকাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ডের নির্বাহী কমিটি। অভিযুক্ত ঘটনার বিষয়ে এসএলসি একটি তদন্তও পরিচালনা করবে। এরপর অস্ট্রেলিয়ার আদালতে মামলার রায় সাপেক্ষে গুনাতিলকা বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীলঙ্কা ক্রিকেটের বিবৃতি আসার আগে অস্ট্রেলিয়ার সিডনিতে ডাউনিং সেন্টারের স্থানীয় আদালতে তোলা হয় গুনাতিলকাকে। ৩১ বছর বয়সী এই ক্রিকেটারের আইনজীবী আনন্দ অমরনাথ ডেইলি মেইলকে জানান, আদালতে গুনাতিলকার জামিন চাওয়া হয়েছিল। তবে বিদেশি হওয়ায় এবং প্রদত্ত ঠিকানায় অবস্থান নিয়ে অনিশ্চয়তা থাকায় তাঁকে জামিন দেওয়া হয়নি।
এর আগে রোববার সকালে গুনাতিলকাকে গ্রেপ্তার করে সিডনি পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গত ২ নভেম্বর সিডনির রোজ বে শহরে এক নারীকে যৌন হয়রানির ঘটনায় জড়িত ছিলেন তিনি। সেই নারীর অভিযোগের ভিত্তিতে গুনাতিলকাকে আটক করা হয়।
নিউ সাউথ ওয়েলস পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অনলাইন ডেটিং অ্যাপসে কয়েকদিন ধরে এক লোকের (গুনাতিলকা) সঙ্গে এক নারীর যোগাযোগ হচ্ছিল। পরে সেই পুরুষ ও নারী দেখাও করেছেন। এরপর ২ নভেম্বর বুধবার বিকেলে সেই নারী লোকটির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। তদন্তের ধারাবাহিকতায় পুলিশের বিশেষ সদস্যরা শনিবার রোজ বের সেই ঘটনাস্থলে পরীক্ষা–নিরীক্ষা করে দেখেছে।’
টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়া গুনাতিলকা শ্রীলঙ্কার হয়ে শুধু প্রথম রাউন্ডের প্রথম ম্যাচটি খেলেছেন। নামিবিয়ার বিপক্ষে সেই ম্যাচে প্রথম বলেই আউট হন তিনি। বিশ্বকাপে সুপার টুয়েলভে সেভাবে অবদান রাখার সুযোগ পাননি গুনাতিলকা। হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে প্রথম রাউন্ডেই ছিটকে গেছেন এই ব্যাটসম্যান। এরপর হ্যামেস্ট্রিংয়ের চোটে সুপার টুয়েলভে তাঁর জায়গায় আশেন বান্দারাকে দলভুক্ত করা হয়।
২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন গুনাতিলকা। এখন পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে ৮টি টেস্ট, ৪৭ ওয়ানডে এবং ৪৬টি টি–টোয়েন্টি খেলেছেন তিনি।