দিনেশ চান্ডিমাল খেলেছেন ১১৬ রানের ইনিংস, ক্যারিয়ারের ১৬তম আর গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ষষ্ঠ সেঞ্চুরি। তবে নিউজিল্যান্ডের সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বড় কীর্তিটা গড়েছেন কামিন্দু মেন্ডিস। ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান অভিষেকের পর টেস্টে সবচেয়ে বেশি টানা পঞ্চাশোর্ধ ইনিংস খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন। পেছনে ফেলেছেন পাকিস্তানের সৌদ শাকিলকে।
পাঁচে ব্যাট করা কামিন্দু গল টেস্টের প্রথম দিনে মাঠ ছেড়েছেন ৫১ রানে অপরাজিত থেকে। এ নিয়ে অভিষেক থেকে শুরু করে টানা আট টেস্টেই ফিফটি প্লাস ইনিংস খেললেন বাঁহাতি ব্যাটসম্যান। টানা সাত টেস্টে পঞ্চাশোর্ধ ইনিংস ছিল শাকিলের। আর সুনীল গাভাস্কারসহ ৪ জনের আছে প্রথম ছয় টেস্টে ফিফটি প্লাস ইনিংস খেলার কীর্তি।
কামিন্দুর রেকর্ডের দিনে ভালো খেলার স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে শ্রীলঙ্কা। সিরিজের প্রথম ম্যাচে জিতে এগিয়ে থাকা স্বাগতিকেরা আজ দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিং নিতে দ্বিতীয়বার ভাবেনি। মাঝে বৃষ্টি বাগড়া দিলেও খেলা হয়েছে পুরো ৯০ ওভার। যাতে ৩ উইকেটে ৩০৬ রান তুলে নিয়েছে ধনঞ্জয়া ডি সিলভার দল।
অথচ শ্রীলঙ্কার জন্য দিনের শুরুটা ছিল অস্বস্তিকর। প্রথম ওভারের শেষ বলে টিম সাউদির বলে খোঁচা মারতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন পাতুম নিশাঙ্কা। তবে চান্ডিমালের সঙ্গে দিমুত করুনারত্নের দ্বিতীয় উইকেট জুটি স্বাগতিকদের আর কোনো বিপদে পড়তে দেয়নি। দলের রান তিন অঙ্কে নিয়ে যাওয়ার পর জুটি ভাঙে নিজেদের ভুলেই। মিড উইকেটে বল ঠেলেই রান নিতে বেরিয়ে পড়েছিলেন করুনারত্নে, চান্ডিমাল সাড়া না দেওয়ায় হয়ে যান রানআউট (১০৯ বলে ৪৬)।
১২২ রানের দ্বিতীয় উইকেট জুটি ভাঙার পর তৃতীয় উইকেটে চান্ডিমাল–অ্যাঞ্জেলো ম্যাথুস যোগ করেন ৯৭ রান। ক্যারিয়ারের ১৬তম টেস্ট সেঞ্চুরি করা চান্ডিমাল গ্লেন ফিলিপসকে সামনে এসে মারতে গিয়ে বোল্ড হন। ২০৮ বল খেলা ১১৬ রানের ইনিংসটিতে ছিল ১৫টি চার।
এরপর দিনের বাকি সময়টা অবিচ্ছিন্ন থেকে কাটান ম্যাথুস ও কামিন্দু। ম্যাথুস তাঁর ৪৪তম টেস্ট ফিফটি করে অপরাজিত আছেন ৭৮ রানে। আর ব্যক্তিগত ২৬ রানে স্লিপে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ দিয়েও বেঁচে যাওয়া কামিন্দুর রান ৫১।
শ্রীলঙ্কা: ১ম ইনিংসে ৯০ ওভারে ৩০৬/৩ (চান্দিমাল ১১৬, ম্যাথুস ৭৮*, কামিন্দু ৫১*, করুনারত্নে ৪৬; ফিলিপস ১/৩৩, সাউদি ১/৫৪)।
*প্রথম দিন শেষে।