ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার
ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার

বললেন শোয়েব আখতার

বাজবল টেস্টে চলে, ওয়ানডেতে নয়

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড শিরোপা ধরে রাখার অভিযানে নেমে পরিকল্পনাহীন ক্রিকেট খেলছে বলে মনে করেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারের মতে, জস বাটলারের দল ওয়ানডে খেলতে নেমে টি-টোয়েন্টি খেলার চেষ্টা করছে।

বেন স্টোকসের নেতৃত্বে টেস্টে ইংল্যান্ড ‘বাজবল’ নামে পরিচিত যে অতি ইতিবাচক ও আক্রমণাত্মক ক্রিকেট খেলে সফলতা পেয়েছে, সেটি ৫০ ওভার ক্রিকেটে বেমানান বলে মনে করেন শোয়েব।

পাকিস্তানের তারকা পেসার ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান নিয়ে কথা বলেছেন রোববারের ভারত-ইংল্যান্ড ম্যাচের পর। লক্ষ্ণৌতে ভারত মাত্র ২২৯ রানের পুঁজি নিয়েও ইংল্যান্ডকে ১২৯ রানে অলআউট করে ১০০ রানে ম্যাচ জিতে নেয়। রান তাড়ায় ইংল্যান্ডের বেশির ভাগ ব্যাটসম্যান বড় শট খেলতে গিয়ে আউট হওয়ার প্রসঙ্গ টেনে শোয়েব তাঁর এক্স হ্যান্ডলারের ভিডিওতে বলেন, ‘ইংল্যান্ড খুব বাজেভাবে হেরেছে। কারণ, ওয়ানডের মধ্যে টি-টোয়েন্টি ঢোকাতে চেয়েছে তারা। কে ইনিংস গঠন করবে, কে বলপ্রতি রান নেবে আর কে মেরে খেলবে, এসব নিয়ে কোনো পরিকল্পনাই ছিল না।’

ভারতের বিপক্ষে আদিল রশিদসহ ইংল্যান্ডের ৬ ব্যাটসম্যান বোল্ড হন

ভারতের কাছে হারটি ছিল এবারের আসরে ইংল্যান্ডের পঞ্চম। ৬ ম্যাচের ৫ হারে বাটলারদের অবস্থান এখন ১০ দলের মধ্যে ১০ নম্বরে। কাগজে-কলমে ক্ষীণ সম্ভাবনা থাকলেও ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা কার্যত শেষ। ক্যাপশনে ‘এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় চমক ইংল্যান্ড, যেভাবে চেয়েছে সেভাবে পারেনি’ লেখা ভিডিওটিতে ৫০ ওভার ক্রিকেটে টি-টোয়েন্টি বা টেস্টের বাজবল মানায় না বলে ধারণা শোয়েবের, ‘ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছে, আমার খুব খারাপ লাগছে। বাজবল টেস্টে ঠিক আছে, কিন্তু ওয়ানডে ক্রিকেট ওয়ানডের মতোই খেলতে হবে।’