পিএসএলের দশম আসর হতে পারে ৮ এপ্রিল থেকে ১৯ মের মধ্যে
পিএসএলের দশম আসর হতে পারে ৮ এপ্রিল থেকে ১৯ মের মধ্যে

পিএসএল প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার

এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সমান্তরালে চলবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। স্বাভাবিকভাবেই আইপিএলে দল না পাওয়া খেলোয়াড়দের আগ্রহ বেড়েছে পিএসএলে।

এবারের পিএসএল প্লেয়ার্স ড্রাফটে বিশ্ব ক্রিকেটের বড় কয়েকটি নামের সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়ও আছেন ৮ জন। তাঁদের শীর্ষ দুই ক্যাটাগরি প্লাটিনাম ও ডায়মন্ডে রাখা হয়েছে।

আগামী শনিবার পিএসএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে বেলুচিস্তানের বন্দর নগরী গোয়াদারে। আয়তনে পাকিস্তানের সর্ববৃহৎ প্রদেশে এবারই প্রথম খেলোয়াড় কেনার হাঁকডাক হতে চলেছে। আগের নয় আসরের ড্রাফট হয়েছিল লাহোর, ইসলামাবাদ ও দুবাইয়ে।

প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা ৮ বাংলাদেশি হলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাওহিদ হৃদয়।

এবারের ড্রাফটে ১৯ দেশের ৫১০ ক্রিকেটার নাম নিবন্ধন করিয়েছেন। যেসব বিদেশি খেলোয়াড় আইপিএলে দল পাননি—এমন অনেকেই পিএসএলের ড্রাফটে নাম দিয়েছেন।

পিএসএলের নিয়ম অনুযায়ী, ড্রাফটের আগে একটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৮ খেলোয়াড় ধরে রাখতে পারে। বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড, দুবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ও ২০১৯ আসরের চ্যাম্পিয়ন কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ৮ জন করে খেলোয়াড় রেখে দিয়েছে। অন্য তিন ফ্র্যাঞ্চাইজি করাচি কিংস, মুলতান সুলতানস ও পেশোয়ার জালমি ধরে রেখেছে ৭ জন করে।

পিএসএলের বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড

বাংলাদেশ ও পাকিস্তানের বাইরে তারকা খেলোয়াড়দের মধ্যে বড় নাম অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স ক্যারি ও ক্রিস লিন, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, টিম সাউদি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, মাইকেল ব্রেসওয়েল, ফিন অ্যালেন ও মার্ক চ্যাপম্যান, দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা, রেসি ফন ডার ডুসেন ও রিজা হেনড্রিকস।

এ ছাড়া শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস, চারিত আসালাঙ্কা, দাসুন শানাকা ও পাতুম নিশাঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, এভিন লুইস, কাইল মায়ার্স ও ব্র্যান্ডন কিং, ইংল্যান্ডের জেসন রয়, অ্যালেক্স হেলস, ডেভিড ম্যালান ও স্যাম বিলিংস, আফগানিস্তানের মোহাম্মদ নবী, মুজিব উর রহমান ও হজরতউল্লাহ জাজাই এবং জিম্বাবুয়ের রায়ান বার্ল।

প্রথমবারের মতো পিএসএলের ড্রাফট হবে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বন্দর নগরী গোয়াদারে

পিএসএল সাধারণত ফেব্রুয়ারি-মার্চে হয়, আইপিএল চলে মার্চের শেষ সপ্তাহ থেকে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। কিন্তু এ বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফেব্রুয়ারি-মার্চে হওয়ায় ওই সময়ে পিএসএলের দশম আসর আয়োজন করতে পারবে না পিসিবি। এর পরিবর্তে তারা ৮ এপ্রিল থেকে ১৯ মের মধ্যে পিএসএল আয়োজন করতে চায়। ঠিক একই সময়ে আইপিএলের ১৮তম আসরও চলবে।